USA

নিউইয়র্কে নতুন প্রজন্মের জারিন মাইশা’র একক সন্ধ্যা ২৯ জুলাই


ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফমিং আর্ট (বিপা)’র উদ্যোগে উত্তোরাধিকার-১০’র নতুন প্রজন্মের একক সন্ধ্যায় এবারে থাকবে প্রবাসের নন্দিত নতুন প্রজস্মের জারিন মাইশা’র একক সন্ধ্যা। ২৯ জুলাই, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার পিএস ২৩৪-এর মিলনায়তনে (৩০-১৫,২৯ ষ্ট্রীট, এষ্টোরিয়া, নিউইয়র্ক, এনওয়াই-১১১০৩) জারিন মাইশা’র একক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। প্রবাসে বাংলা সংস্কৃতির অনুশীলন, প্রচারও প্রসার কেন্দ্র বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফমিং আর্টস (বিপা)’র এ আয়োজনে উত্তোরাধিকার-১০’র নতুন প্রজন্মের এ একক সন্ধ্যায় সকল প্রবাসীদের স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি নিলোফার জাহান।