USA

ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত


ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ম্যারিল্যান্ডে হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। বুধবার স্থানীয় সময় সকাল ৯ টা নাগাদ এ হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। খবর অনুযায়ী ৩ জন ইতোমধ্যে মারা গিয়েছেন এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে রাজ্যের এজহুডের এমোরটন বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সিএনএন এর খবর অনুযায়ী ৩৭ বছর বয়সী এই ব্যক্তির নাম রাদি লাবিব প্রিন্স। পুলিশের তথ্য মতে সে কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আতঙ্কে এজউড এলাকার অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সবাইকে আপাতত বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে। সূত্র  : সিএনএন