USA

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী নিলসেন


ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কার্স্টজ্যান নিলসেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী। ৫ ডিসেম্বর মঙ্গলবার ইউএস সিনেট প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোনয়নকে নিশ্চিত করেছে।

নিলসেন জন এফ কেলীর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, হোয়াইট হাউজের চীফ অব স্টাফ হবার জন্যে গত জুলাই মাসে কেলী এ পদ ছেড়েছেন।

অপরদিকে, নিলসেন ছিলেন কেলীর চীফ অব স্টাফ। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতি যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্ব অর্পিত হবে নিলসেনের ওপর। ফেডারেল প্রশাসনে নবীন হলেও এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম মন্ত্রণালয়। এর অধীনে ইমিগ্রেশন, সীমান্ত এবং বিচার বিভাগের সকল দপ্তর। এনআরবি নিউজ