প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০১৩, ৩:৩৮ পি.এম
আমাদের ছায়াপথে পৃথিবীর আকারের গ্রহ ১৭শ কোটি
![]()
ডেস্ক : আমাদের ছায়াপথে পৃথিবীর সমান অন্তত ১৭শ' কোটি গ্রহ আছে। নাসার কেপলার টেলিস্কোপে ধরা পড়া গ্রহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানান, ছায়াপথের নক্ষত্রগুলোর ১৭ শতাংশ গ্রহ বা প্রতিটি নক্ষত্রের ছয়টি গ্রহের মধ্যে একটি করে পৃথিবীর আকারের গ্রহ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়। খবর বিবিসি ও এএফপির।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আমাদের ছায়াপথ মিল্কিওয়েতে পৃথিবীর সমান বড় থাকার ফলে পৃথিবীর মত বৈশিষ্ট্যের গ্রহ আবিষ্কারের সম্ভাবনা বেড়ে গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, তারা নাসার মহাকাশযান ব্যবহার করে দেখতে পেয়েছেন, আমাদের সৌরমন্ডলের অন্তর্গত ১৭ শতাংশ নক্ষত্রেরই কাছাকাছি কক্ষপথে আমাদের পৃথিবীর সমান গ্রহ আছে। বিজ্ঞানীদের মতে ছায়াপথে ১০ হাজার কোটি নক্ষত্র আছে। হার্ভাড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের ফ্রাসোয়া ফ্রেসিন ও তার সহযোগী বিজ্ঞানীরা দেখতে পান যে, ১৭ শতাংশ নক্ষত্রেরই পৃথিবীর দশমিক ৮ থেকে ১.২৫ গুণ আকারের একটি গ্রহ রয়েছে যার আবর্তনকাল ৮৫ দিন বা তার কম। আর চার শতাংশ নক্ষত্রের পৃথিবীর ১.২৫ গুণ থেকে দ্বিগুণ আকৃতির একটি গ্রহ আছে যার আবর্তন কাল ১৫০ দিন বা তার কম।
নাসার কেপলার মিশন পৃথকভাবে ঘোষণা করে, তারা ৪৬১টি সম্ভাব্য নতুন গ্রহ আবিষ্কার করেছেন। এদের মধ্যে ৪টি পৃথিবীর আকারের দ্বিগুণের কম এবং তারা বাসযোগ্য দূরত্বে তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করে থাকে। যেখানে পানি থাকার এবং প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। ২০০৯ সালের মে থেকে ২০১১ সালের মে পর্যন্ত পরিচালিত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে গবেষকরা এ বিন্যস্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।ইত্তেফাক
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.