প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০১৩, ৩:৩৭ পি.এম
উড়ন্ত বিমানে সন্তান প্রসব
![]()

আবারও উড়ন্ত বিমানে সন্তান প্রসব করেছেন এক ফিলিপিনো নারী। এনডিটিভি জানায়, গতকাল এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন কামোখোজিনা সুপেলভিদা নামের ওই নারী। বিমানটি যখন মধ্যাকাশে, তখন তার প্রসবযন্ত্রণা ওঠে। এর কিছুক্ষণ পরই তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন। এ অবস্থায় বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর তাদের বিমানবন্দরের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মা ও ছেলে উভয়ই আশঙ্কামুক্ত। ডেইলি মিরর জানায়, এর আগে গত অক্টোবরে দুবাই থেকে ম্যানিলা যাওয়ার পথে এক ফিলিপিনো নারী এমিরেটস এয়ারলাইন্সের টয়লেটে একটি সন্তান প্রসব করেন। তখনও ভিয়েতনামে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এমিরেটসের কোড নাম অনুসারে সেই শিশুটির নাম রাখা হয় ইকে। ডেইলি মেইল জানায়, গত অক্টোবরের শেষের দিকে ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজের একটি বিমানে হিথরো থেকে জোহানেসবার্গে যাওয়ার পথে এক নারী একটি সন্তান প্রসব করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরের শুরুর দিকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে সন্তান প্রসব করেন এক নাইজেরীয় নারী। তখন বিমানটি মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।আমার দেশ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.