প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০১৩, ৭:১৭ এ.এম
একেই বলে বেহুঁশ!
![]()
ডেস্ক: গাড়ির জিপিএস নেভিগেশন সিস্টেমে ত্রুটির খেসারত দিতে হলো বেলজিয়ামের এক নারীকে। অবশ্য নেভিগেশন সিস্টেমের সমস্যার চেয়ে তার উদাসীনতাই এক্ষেত্রে দায়ী। অবিশ্বাস্য হলেও সত্যি, ৬১ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছাতে ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। বেলজিয়ামসহ একে একে ৬টি দেশ ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, স্লোভেনিয়া পার হয়ে ক্রোয়েশিয়ায় পৌঁছে নেভিগেশন সিস্টেমের সমস্যা তার চোখে পড়ে। বেলজিয়ামের সোলরে-সার-স্যাম্বারের বাসিন্দা স্যাবাইন ব্রাসেলসের রেলস্টেশন থেকে তার এক বন্ধুকে আনার উদ্দেশে রওনা হয়েছিলেন। স্টেশনটি তার বাড়ি থেকে ৬১ কিলোমিটার দূরে। দীর্ঘ দেড় হাজার কিলোমিটার দূরে ক্রোয়েশিয়ার জাগরেব শহরে পৌঁছে হুঁশ হয় তার। বুঝতে পারেন তার গাড়ির জিপিএস নেভিগেশন সিস্টেমে কোন সমস্যা হয়েছে। ওদিকে স্যাবাইনের ছেলে পুলিশের কাছে মায়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে একটি রিপোর্ট লেখায়। পুলিশ স্যাবাইনের সন্ধানে অভিযানে নেমে পড়ে। এদিকে ক্রোয়েশিয়ায় পৌঁছে ছেলেকে ফোন দেয়ার পর স্যাবাইনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। মজার ব্যাপার হচ্ছে, ৬০ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর স্যাবাইন তার ভুল বুঝতে পারেন। ৬টি দেশ পাড়ি দেয়ার সময় বিভিন্ন ভাষার সাইনবোর্ড তার চোখে পড়লেও সেগুলোকে গুরুত্ব দেননি তিনি। এক পর্যায়ে তার মনে হয় তিনি বেলজিয়াম ছাড়িয়ে গিয়েছেন।মানবজমিন
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.