প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০১৩, ২:৩৩ পি.এম
কুকুরের বদলে রাজহাঁস!
![]()

বাড়ি কিংবা কোনো অফিসের নিরাপত্তায় কুকুরকে প্রহরায় রাখার চল বহুদিন থেকেই বেশ চলে আসছে। তবে নানা সময়ে গৃহস্থের বুদ্ধি যেমন বেড়েছে তেমনি চোরের বুদ্ধিও তো কম বাড়েনি। আর তাই সেয়ানা চোরেরা এখন ঠিকই জানে কী করে কুকুরকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিব্যি অচেতন করে সব হাতিয়ে নিতে হয়। তবে রাতের বেলা বাড়ি কিংবা অন্য কোনো প্রাঙ্গণ পাহারা দিতে কুকুরের এই সীমাবদ্ধতা এবার অনেকটাই কাটিয়ে উঠেছে চীনের জিনজিয়াং প্রদেশের একটি পুলিশ স্টেশন কর্তৃপক্ষ। সম্প্রতি কুকুরের পরিবর্তে স্টেশন পাহারা দিতে রাজহাঁস ব্যবহার করে অভাবনীয় সাফল্য এসেছে বলেই দাবি এই স্টেশনের পুলিশদের। তারা জানিয়েছেন, রাজহাঁস সবসময়ই খুব সতর্ক থাকে এবং তাদের শ্রবণশক্তিও খুব ভালো। তা ছাড়া রাজহাঁস সন্দেহজনক কোনোকিছু দেখলে কুকুরের চাইতে অনেক জোরে আওয়াজ করতে পারে এবং সাহসী ও বড় রাজহাঁসগুলো সন্দেহভাজন আগন্তুকদের আক্রমণও করতে পারে। তবে কুকুরের চাইতে রাজহাঁসের সবচেয়ে বড় যে সুবিধাটি রয়েছে সেটি হলো রাতের বেলা রাজহাঁসের খারাপ দৃষ্টিশক্তি। এরা রাতে প্রায় দেখতে পায় না বলে কোনো চোর বা আগন্তুক রাজহাঁসের সামনে বিষ মাখানো খাবার ছুড়ে মারলেও সেটি রাজহাঁসের দেখার সম্ভাবনা এবং একই সাথে খাওয়ার সম্ভাবনাও কম। রাজহাঁসকে প্রহরায় রাখার পর নিজেদের সফলতার কথা উল্লে¬খ করতে যেয়ে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে একজন কৃষকের মোটরবাইক আটক করে থানায় নিয়ে আসার পর তিনি রাতের অন্ধকারে সেটি চুরি করতে এসেছিলেন। আর এ সময় রাজহাঁসের ডাকের কারণেই শেষ পর্যন্ত স্টেশনের পুলিশদের হাতে ধরা পড়তে হয় ওই কৃষককে।ইত্তেফাক
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.