প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০১৩, ১:৫৫ পি.এম
কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে
![]()

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তার সমাধিস্থল নিয়ে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়ার পর এ নিয়ে এক মামলায় আদালতে জমা দেয়া নথিপত্রে এ তথ্য জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তবে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল ম্যান্ডেলাকে দেখে আসার পর এক বিবৃতিতে জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। এদিকে ম্যান্ডেলার নাতনি ম্যান্ডলা ম্যান্ডেলা অভিযোগ করেছেন, সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে পরিবারের অন্য সদস্যরা সমাধিস্থল নিয়ে আদালতে গেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।
বুধবার দেশের এক আদালতে জমা দেয়া নথিতে ম্যান্ডেলার মেয়ে মাকাজিউয়ী ম্যান্ডেলা, স্ত্রী গ্রাসা ম্যাশেলসহ ১৬ জন উল্লেখ করেন, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন এবং তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। ওই আদালত ম্যান্ডেলার পারিবারিক দ্বন্দ্ব নিয়ে একটি মামলার রায় দেয়। ম্যান্ডেলার নাতি ম্যান্ডলার বিরুদ্ধে করা মামলায় ম্যান্ডেলা পরিবারের ১৬ জন সদস্য জয় পান। তবে ম্যান্ডেলার প্রাচীন গ্রাম কুনুর কবর থেকে পরিবারের তিন সদস্যের দেহাবশেষ উত্তোলন করে এমভেজো দাফন করেছিলেন ম্যান্ডলা। কিন্তু পরিবার সেগুলো পুনরায় কুনুতে দাফনের দাবি জানালেও ম্যান্ডলা তাতে কান দেননি। অবশেষে বিষয়টি আদালতে গড়ালে তার বিপক্ষে রায় যায়। এ নিয়ে ক্রমেই পারিবারিক বিরোধ বাড়ছে। ম্যান্ডলা গতকাল অভিযোগ করেন, তার পরিবারের সদস্যরা প্রতিহিংসার বশবর্তী হয়ে এবং সম্পদ কুক্ষিগত করতে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সমাধিস্থল নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি জানান, তার দাদা ম্যান্ডেলার একটি কোম্পানি থেকে সহযোগীদের (নেলসন ম্যান্ডেলার) সরানোর ক্ষেত্রে তিনি মত দেননি বলেই আদালতে যাওয়া সদস্যরা তার বিরুদ্ধে গেছে। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিতে রোগে ভুগছেন। গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়ে তিনি এখনো চিকিত্সাধীন।ইত্তেফাক
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.