প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০১৩, ৬:১৯ পি.এম
কোমল পানীয়েও দাঁতের ক্ষয়!
![]()
কোমল পানীয় হলেও তা দাঁতের ক্ষয়সহ বিভিন্ন রকম ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিত্সক গবেষণা করে এ ধরনের তথ্য দিয়েছেন। মিষ্টি পানীয় বিশেষত কোমল পানীয় সেবনকারী শিশুদের ওপর তারা গবেষণাটি চালিয়েছিলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলিয়াডের স্কুল অব ডেন্টিস্ট্রির শিক্ষার্থীরা ১৬ হাজার ৮০০ শিশুর ওপর গবেষণা চালান। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের আমফিল্ড এই ফলাফল প্রকাশ করে। তিনি বলেন, এসব মিষ্টি পানীয় বিশেষ করে কোমল পানীয় (সফট ড্রিংকস) শিশু ও বয়স্কদের দাঁতে রোগের সৃষ্টি করে।
অ্যামফিল বলেন, গবেষণার তথ্য-উপাত্তে দেখা যায়, কোমল ও মিষ্টি পানীয়ের অতি অম্লতা চিনির মতোই দাঁতের ক্ষয়সাধন করে।
জরিপে আরও দেখা যায়, কোমল পানীয়ের পরিবর্তে ফ্লোরিডেটেড পানির ব্যবহারের ফলে দাঁতের ক্ষয় হ্রাস পায়। আর দাঁতের সুস্থতার জন্য এ ধরনের পানি খুবই প্রয়োজনীয়।
জরিপের ফলাফল আমাদের এও নির্দেশ করে, শিশুদের কোমল পানীয় খাওয়ানোর পরিবর্তে ফ্লোরেড ওয়াটারে অভ্যস্ত করা উচিত। এর ফলে তাদের দাঁতের উন্নতি হবে। সূত্র : বিডিনিউজ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.