Saturday - May 4, 2024 10:42 PM

Recent News

গাঙচিল সাহিত্য আসরের ইফতার ৫ই সেপ্টেম্বর

নিউইয়র্কঃ প্রবাসের কবি-সাহিত্যিক ও শিল্পীদের মেধা চর্চার অন্যতম সংগঠন গাঙচিল সাহিত্য আসরের ২৮তম আসর গত ৮-৮-১০ (রোববার) জ্যাকসন হাইটসের হক ইয়েলো সার্ভিসে অনুষ্ঠিত হয়। খান শওকতের সভাপতিত্বে উক্ত আসর চারটি পর্বে বিভক্ত ছিলো। সামপ্রতিক বনভোজন এবং আসন্ন ইফতার পার্টি বিষয়ক অফিশিয়াল পার্বটি পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা নীলুফার রেজা পারভিজ। দ্বিতীয় পর্ব স্বরচিত কবিতা পাঠ, গল্প বলা ও কৌতুক পরিবেশন। এই পর্বটি পরিচালনা করেন কাজী দিলরুবা রায়হান। তৃতীয় পর্বে রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী উপলক্ষে উপস্থিত প্রত্যেকেই এই আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এই পর্বটি পরিচালনা করেন আজিজুল হক। শেষ পর্বটি সঙ্গীতানুষ্ঠান ও আপ্যায়ন। এই পর্বটি পরিচালনা করেন শিরীন রহমা। এবারের আসরে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ডা: চৌধুরী সারোয়ারুল হাসান, কলামিষ্ট ম.ই. শাহীন, ওপার বাংলার প্রখ্যাত কবি অর্ভিন ঘোষ, সাঈদ তারেক, রেখা আহমেদ, মুত্তালিব বিশ্বাস ও সাংবাদিক গোলাম মল্লিক।[nggallery id=4]

বক্তারা প্রক্যেকেই তাদের বক্তব্যে জন্মলগ্ন থেকে গাঙচিল বিরতীহীনভাবে গত ২৮ মাসে ২৮টি নিয়মিত সাহিত্য আসর উপহার দেবার জন্য উদ্যোক্তাদেরকে অভিনন্দন জানান। দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন আজিজুল হক, সহিদুল সরকার, স্বপন বসু, প্রতীপ দাস গুপ্ত, মনসুর আলী, আফিয়া নাসরিন, কাজী দিলরুবা রায়হান, মমতাজ বেগম আলো, শিরীন রহমান, রাজিয়া সুলতানা, রেখা আহমেদ, সাকিনা ডেনী, নিলুফার রেজা, রেজাউল হক, হারুন খান, ক্যাপ্টেন রেজাউল হক, রিফাৎ সুলতানা, রেজাউল করিম, শাহ আলম দুলাল, এবিএম সালেহউদ্দীন, মুত্তালিব বিশ্বাস, সাইদ তারেক, এখলাসুর রহমান, বরুন ঘোষ, খোকন খান ও খান শওকত। তৃতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সাকিনা ডেনী, শহিদুল সরকার, খোকন খান, শিরিন রহমান, মমতাজ বেগম আলো, নিলুফার রেজা পারভিজ, শাহ আলম দুলাল এবং প্রবীন শিল্পী মুত্তালিব বিশ্বাস। এই পর্বে স্বপন বসু তার গ্রুপের রবীন্দ্রসঙ্গীতের ইংরেজী অনুবাদের সঙ্গীত পরিবেশন করেন। মো: মনজুর আলীর গল্প এবং প্রতীপ দাশগুপ্তের রবীন্দ্রণাথের কবিতা থেকে আবৃত্তি বিশেষ মাত্রা পায়। সবশেষে গাঙচিল সদস্যদের নিজহাতে তৈরী মুখরোচক স্ন্যাকস এর মাধ্যমে উপস্থিত সকলকে আপ্যায়িত করেন আফিয়া নাসরিন, শিরিন রহমান এবং নিলুফার রেজা। সম্মিলিত সিদ্ধান্তে আগামী আসরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার পার্টির সীদ্ধান্ত ঘোষনা করা হয়। পবিত্র ঈদ উৎসবের কারনে ইফতার পার্টি এক সপ্তাহে এগিয়ে এনে আগামী ৯-৫-২০১০ রোববার (লেবার ডে উইকেন্ড) এ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে ৯১৭-৮৩৪-৮৫৬৬ অথবা ৭১৮-৪৮৪-৭৪৯২ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

িনপ্রবাসের কবি-সাহিত্যিক ও শিল্পীদের মেধা চর্চার অন্যতম সংগঠন গাঙচিল সাহিত্য আসরের ২৮তম আসর গত ৮-৮-১০ (রোববার) জ্যাকসন হাইটসের হক ইয়েলো সার্ভিসে অনুষ্ঠিত হয়। খান শওকতের সভাপতিত্বে উক্ত আসর চারটি পর্বে বিভক্ত ছিলো। সামপ্রতিক বনভোজন এবং আসন্ন ইফতার পার্টি বিষয়ক অফিশিয়াল পার্বটি পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা নীলুফার রেজা পারভিজ। দ্বিতীয় পর্ব স্বরচিত কবিতা পাঠ, গল্প বলা ও কৌতুক পরিবেশন। এই পর্বটি পরিচালনা করেন কাজী দিলরুবা রায়হান। তৃতীয় পর্বে রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী উপলক্ষে উপস্থিত প্রত্যেকেই এই আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এই পর্বটি পরিচালনা করেন আজিজুল হক। শেষ পর্বটি সঙ্গীতানুষ্ঠান ও আপ্যায়ন। এই পর্বটি পরিচালনা করেন শিরীন রহমা। এবারের আসরে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ডা: চৌধুরী সারোয়ারুল হাসান, কলামিষ্ট ম.ই. শাহীন, ওপার বাংলার প্রখ্যাত কবি অর্ভিন ঘোষ, সাঈদ তারেক, রেখা আহমেদ, মুত্তালিব বিশ্বাস ও সাংবাদিক গোলাম মল্লিক।

বক্তারা প্রক্যেকেই তাদের বক্তব্যে জন্মলগ্ন থেকে গাঙচিল বিরতীহীনভাবে গত ২৮ মাসে ২৮টি নিয়মিত সাহিত্য আসর উপহার দেবার জন্য উদ্যোক্তাদেরকে অভিনন্দন জানান। দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন আজিজুল হক, সহিদুল সরকার, স্বপন বসু, প্রতীপ দাস গুপ্ত, মনসুর আলী, আফিয়া নাসরিন, কাজী দিলরুবা রায়হান, মমতাজ বেগম আলো, শিরীন রহমান, রাজিয়া সুলতানা, রেখা আহমেদ, সাকিনা ডেনী, নিলুফার রেজা, রেজাউল হক, হারুন খান, ক্যাপ্টেন রেজাউল হক, রিফাৎ সুলতানা, রেজাউল করিম, শাহ আলম দুলাল, এবিএম সালেহউদ্দীন, মুত্তালিব বিশ্বাস, সাইদ তারেক, এখলাসুর রহমান, বরুন ঘোষ, খোকন খান ও খান শওকত। তৃতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সাকিনা ডেনী, শহিদুল সরকার, খোকন খান, শিরিন রহমান, মমতাজ বেগম আলো, নিলুফার রেজা পারভিজ, শাহ আলম দুলাল এবং প্রবীন শিল্পী মুত্তালিব বিশ্বাস। এই পর্বে স্বপন বসু তার গ্রুপের রবীন্দ্রসঙ্গীতের ইংরেজী অনুবাদের সঙ্গীত পরিবেশন করেন। মো: মনজুর আলীর গল্প এবং প্রতীপ দাশগুপ্তের রবীন্দ্রণাথের কবিতা থেকে আবৃত্তি বিশেষ মাত্রা পায়। সবশেষে গাঙচিল সদস্যদের নিজহাতে তৈরী মুখরোচক স্ন্যাকস এর মাধ্যমে উপস্থিত সকলকে আপ্যায়িত করেন আফিয়া নাসরিন, শিরিন রহমান এবং নিলুফার রেজা। সম্মিলিত সিদ্ধান্তে আগামী আসরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার পার্টির সীদ্ধান্ত ঘোষনা করা হয়। পবিত্র ঈদ উৎসবের কারনে ইফতার পার্টি এক সপ্তাহে এগিয়ে এনে আগামী ৯-৫-২০১০ রোববার (লেবার ডে উইকেন্ড) এ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে ৯১৭-৮৩৪-৮৫৬৬ অথবা ৭১৮-৪৮৪-৭৪৯২ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

0Shares

COMMENTS