ইউএসএনিউজঅনলাইন.কম : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নিউ জার্সিতে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী বাঙালিদের বৃহৎ সংগঠন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র
অভিষেক ও ঈদ পুণর্মিলনী। গত ২০ এপ্রিল নিউ জার্সি’র প্যাটারসনের ওয়ালনাট স্ট্রিটের ফায়ারম্যান হলরুমে আয়োজিত গোলাপগঞ্জবাসীর এ মিলনমেলায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও।
আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় নতুন কমিটি। সংগঠনের ২০২৫-২০২৭ সালের জন্য মোহাম্মদ এ রহমান মাসুমকে সভাপতি, শাহাজাহান হান্নান সাজুকে সাধারণ সম্পাদক, সাহেদ আহমদ অর্থ সম্পাদক এবং আসলাম উদ্দিনকে প্রচার সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ এ রহমান মাসুমের সভাপতিত্বে, সহ-সভাপতি সুমন আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজহার মাহমুদ। জাকজমকপূর্ণ পরিবেশে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটি মেয়র এন্দ্রে সায়েগ, এসেম্বলিম্যান আল আব্দুল আজিজ, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন, কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, ২য় ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহিন খালিক, কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, কমিশনার মোসলেহ উদ্দিন, কমিশনার জেসমিন বেগম, কমিশনার দীপ্ত রায়সহ উপদেষ্টা পরিষদ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথি ও উপদেষ্টাবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আ. রহমান মাসুম।
সভাপতি মোহাম্মদ এ রহমান মাসুম ও সাধারণ সম্পাদক শাহাজাহান হান্নান সাজু শপথ নেয়ার পর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনটি দীর্ঘ দিন ধরে গোলাপগঞ্জের অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সংগঠনের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
অভিষেক ও ঈদ পুর্ণমিলনী উৎসবে অতিথিরা ফোরামের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সিকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবশেন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবসহ স্থানীয় শিল্পীরা। একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। অনেকে শিল্পীদের সাথে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। গভীর রাত পর্যন্ত চলে তাদের এসব পরিবেশনা।
গোলাপগঞ্জবাসীসহ নিউ জার্সির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠান উপভোগ করেন।