প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০১৩, ২:২৯ পি.এম
ছেলের জন্য আদালতে ম্যারাডোনা
![]()

এই সন্তানটা প্রথমে চাননি ডিয়েগো ম্যারাডোনা। তবে অটল ছিলেন বান্ধবী ফার্নান্দো ওজেদা। এজন্যই প্রেম ভাঙে দু’জনের। ফেব্রুয়ারিতে ওজেদার কোল আলো করে আসে ডিয়েগো ফার্নান্দো নামের এক পুত্রসন্তান। পিতৃত্ব স্বীকার করলেও এই ছেলের ছবি যেন এক বছর গণমাধ্যমে না আসে সে ব্যবস্থা রীতিমত আদালতের মাধ্যমে করেছিলেন ম্যারাডোনা। তার যুক্তি ছিল, এতে ছেলের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা হবে। সে নিষেধাজ্ঞা মানেননি ওজেদা। টুইটারে পোস্ট করেছেন ছেলের ছবি, যা মানতে পারেননি ম্যারাডোনা। এজন্য আদালতের শরণাপন্ন হয়েছেন আবারও। আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশও পাঠিয়েছেন ওজেদাকে। সন্তান নিয়ে এর আগেও ঝামেলায় জড়িয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। নাপোলিতে খেলার সময় ক্রিস্টিনা সিনাগ্রা নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ম্যারাডোনা। সিনাগ্রার কোল আলো করে ডিয়েগো নামের এক ছেলে এলেও এর স্বীকৃতি দেননি তিনি।আমার দেশ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.