ডেস্ক : টাইটানিক জাহাজের বাদকদলের প্রধান ওয়ালেস হার্টলির বেহালার সন্ধান মিলেছে। সম্প্রতি যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের একটি বাড়ির চিলেকোঠা থেকে বেহালাটি উদ্ধার করা হয়। হার্টলির (৩৪) বাগদত্তা মারিয়া রবিনসন বেহালাটি তাঁকে দিয়েছিলেন বাগদানের উপহার হিসেবে। ১৯১২ সালের ১৫ এপ্রিল যাত্রাপথে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যাওয়ার সময়ও হার্টলি বেহালাটি বাজাচ্ছিলেন। জাহাজটি ডুবে গেলে প্রায় এক হাজার ৫০০ যাত্রীর সঙ্গে হার্টলিও প্রাণ হারান। এরপর ২০০৬ সাল পর্যন্ত বেহালাটির অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন বেহালাটি খুঁজে পেতে সাহায্য করে। প্রতিষ্ঠানটি জানায়, ওটাই যে টাইটানিকের বাদকদলে হার্টলির ব্যবহৃত বেহালা, এর পক্ষে প্রমাণ জোগাড় করতে তারা গত সাত বছর লেগে ছিল। তাদের গবেষণায় বেরিয়ে আসে, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে মারিয়া ওই বেহালাটি উদ্ধার করতে পেরেছিলেন। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে এক অপেশাদার শিল্পীর ছেলে তাঁর মায়ের চিলেকোঠার ঘরে বেহালাটি আবিষ্কার করেন বলে দাবি করেন। ধারণা করা হয়, ১৯৩৯ সালে মারিয়া মৃত্যুর সময় বেহালাটি ওই ব্যক্তির মাকে দিয়েছিলেন। অলড্রিজের মতে, এ বেহালাই টাইটানিকের এ যাবৎ পাওয়া নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, বেহালাটির মূল্য লাখের কোঠায় উঠবে। সূত্র : জিনিউজ।কালের কণ্ঠ