প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০১৩, ৩:৩৩ পি.এম
টুইটারের সতর্কবাণী সংবাদ সংস্থাকে
![]()

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটার বিবিসিসহ সকল সংবাদ সংস্থাকে বড়ধরনের হ্যাকিংয়ের শিকার থেকে রক্ষা পেতে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে এ ব্যাপারে সজাগ থাকার জন্য সতর্ক করে দিয়েছেন। সম্প্রতি ব্রিটেনের প্রভাবশালী পত্রিকার 'গার্ডিয়ান' এর সর্বশেষ প্রকাশিত তথ্য সিরিয়ান ইলেকট্রনিক আর্মি পরিচয়ে হ্যাক করার পর সামাজিক যোগাযোগ ওয়েবসাইট এ সতর্কবাণী উচ্চারণ করেন। পাশাপাশি টুইটারকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য আরো জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা দরকার বলে নিরাপত্তা গবেষকগণ পরামর্শ দেন।
গত সোমবার টুইটার থেকে পাঠানো সংস্থাকে এক ইমেইল বার্তায় বলা হয়, সংবাদ সংস্থার অভ্যন্তরীণ তথ্য সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে শেয়ার করা তথ্য চোখে চোখে রাখতে। পাশাপাশি ২০ চরিত্র যুক্ত নাম্বার ও অক্ষর ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হয়। যা হ্যাকিং থেকে নিরাপত্তা দিবে। তাছাড়া, সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের লিংক থেকে ইমেইল পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে যেটা মেলোয়ারের আক্রমণ থেকে বাঁচার সুরক্ষা দিবে। সাইটের অ্যাকাউন্ট বিষয়ে সার্বিক তথ্য হাতে রাখতে টুইটারের পক্ষ থেকে সকল গ্রাহককে পরামর্শ দেয়া হয়েছে।ইত্তেফাক
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.