প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০১৩, ১১:১৩ এ.এম
ডায়নার কণ্ঠবার্তা হ্যাক করা হয়েছিল
![]()

প্রিন্সেস ডায়নার মৃত্যুর কয়েক মাস আগেই তার অতিগোপনীয় কণ্ঠবার্তাগুলো হ্যাক করা হয়েছিল। প্রিন্সেস ডায়নার সাবেক প্রেমিকের এক সূত্রে এ খবর জানা গেছে। খবর দ্য টেলিগ্রাফের প্রিন্সেস ডায়নার সাবেক এই প্রেমিক হলেন পাকিস্তানি বংশোদ্ভূত ৫৩ বছর বয়স্ক বিশিষ্ট হৃদ ও ফুসফুস সার্জন ডা. হাসনাত খান। প্রায় দু’বছর তাদের গোপন প্রণয়ের সম্পর্ক ছিল এবং ৩১ আগস্ট ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর কয়েক মাস আগে তাদের সম্পর্কে ছেদ পড়ে। ড. হাসনাতের ধারণা, ১৯৯৬ সাল থেকেই তার মুঠোফোনে থাকা প্রিন্সেস ডায়নার কণ্ঠবার্তাগুলো অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। কিন্তু গত গ্রীষ্মে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানান হয়, খুব সম্ভবত ২০০৭ সালে ওই কণ্ঠবার্তাগুলো হ্যাক করা হয়েছিল। কারণ ওই সময় ডায়নার মৃত্যুর ঘটনা নতুন করে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু ডা. হাসনাতের ঘনিষ্ঠ সূত্র জানায়, তার ধারণা হ্যাকিংয়ের বিষয়টি ঘটেছে ২০০৭ সালে নয়, তারও এক দশক আগে। যখন তার প্রিন্সেস ডায়নার সঙ্গে গোপন পরিণয়ের সম্পর্ক ছিল। সূত্রটি জানায়, ডা. হাসনাতের ধারণা যখন ডায়নার সঙ্গে তার সম্পর্ক ছিল তখন কেউ তার কণ্ঠবার্তাগুলো আড়িপেতে শোনার চেষ্টা করত। ওই সূত্রটি জানায়, তাদের সম্পর্ক ছিল খুবই গোপনীয় এবং তারা তাদের সম্পর্ক নিয়ে খুব সতর্ক ছিলেন। কিন্তু বর্তমানে তিনি খুব ভয়ে আছেন। কারণ সাংবাদিকরা তাকে টার্গেট করেছে সে সময় ডায়নার সঙ্গে কী ঘটেছিল তা জানার জন্য। ডা. হাসনাত এ বিষয়টি নিয়ে খুব রাগান্বিত বলেও জানায় সূত্রটি।বিবিসি/আমার দেশ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.