প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০১৩, ৯:৩৯ পি.এম
ডায়ানার কৈশোরের ছবি ১৮ হাজার মার্কিন ডলারে বিক্রি
![]()

যুক্তরাজ্যের প্রয়াত রাজবধূ ডায়ানার অপ্রকাশিত একটি ছবি ১৮ হাজার ৩০৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকা ডায়ানার ছবিটি ছাপার যোগ্য নয় বলে মনে করেছিল। শুক্রবার এক মার্কিন নিলাম সংস্থা একথা জানিয়েছে। ১৯৮০’র দশকের সাদা-কালো ছবিটি ভোরবেলায় তোলা হয়েছে। এতে হাস্যময়ী ডায়ানাকে তারই সমবয়সী এক তরুণের কোলে মাথা রেখে আয়েসী ভঙ্গিতে শুয়ে থাকতে দেখা যায়। তরুণটি একটি বই পড়ছিলেন। তরুণের পরিচয় জানা যায়নি। তারা সম্ভবত অবকাশ যাপনের একটি বাড়িতে অবস্থান করছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিয়ে হওয়ার আগে ছবিটি তোলা হয়। ছবিতে তাদের পেছনের জানালায় জনি ওয়াকার হুইস্কির একটি বোতল দেখা যাচ্ছে। ছবিতে গ্রিস পেন্সিলে ‘ছাপার যোগ্য নয়’ লেখা রয়েছে। ওই সময়ের পত্রিকার ছবি সম্পাদকরা এ ধরনের পেন্সিল ব্যবহার করতেন। ছবিটির পেছনে তারিখটি লেখা রয়েছে। এটি ১৯৮১ সালের ২৬ ফেব্রুয়ারিতে তোলা হয়। এর দু’দিন পরে বাকিংহাম প্রাসাদ ব্রিটেনের প্রিন্স চার্লসের বাগদান ঘোষণা করে এবং এরপর থেকে তিনি ডায়ানা স্পেনসার নামে পরিচিত হন। নিউ হ্যাম্পশায়ারের আমহাস্টের আর আর অকশনস জানিয়েছে, ছবিটি বেসরকারি প্রতিষ্ঠান ক্যারেন আরকাইভের কাছ থেকে সংগ্রহ করা হয়। সাত বছর আগে প্রতিষ্ঠানটি ব্রিটেনের ডেইলি মিরর পত্রিকার ফটো লাইব্রেরি ক্রয় করে। আরআর অকশনস বিক্রয়টি তদারক করেছে। নিলাম প্রতিষ্ঠানটি ক্রেতার পরিচয় জানতে পারেনি। ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে যে, ছবির ওই তরুণটি হচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্ট্যানলি বল্ডউইনের প্রপৌত্র অ্যাডাম রাসেল। ইন্টারনেটের মাধ্যমে আরও বেশ কয়েকটি দুর্লভ সামগ্রীর পাশাপাশি এই ছবিটির নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় অ্যালবার্ট আইনস্টাইনের স্বাক্ষরসম্বলিত একটি প্রতিকৃতিও বিক্রয় হয়। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে এই নিলাম শুরু হয়েছে। ডায়ানা ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পর এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার বয়স হয়েছিল ৩৬ বছর।এএফপি/আমার দেশ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.