প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০১৩, ১:২৫ পি.এম
দুই পোপের সাক্ষাৎ
![]()

ক্যাসল গানদোলফোতে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানাচ্ছেন এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্ট -ছবি: রয়টার্স IIIIII
অনলাইন ডেস্ক : নবনির্বাচিত পোপ ফ্রান্সিস তাঁর পূর্বসূরি ‘এমিরেটাস পোপ’ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা করেছেন। আজ শনিবার দুপুরে পোপ ফ্রান্সিস রোমের দক্ষিণে ক্যাসল গানদোলফোতে বেনেডিক্টের সঙ্গে দেখা করেন। পোপ সাম্রাজ্যের ৬০০ বছরের ইতিহাসে দুই পোপের দেখা হওয়ার ঘটনা এই প্রথম। বিবিসি জানায়, সাবেক পোপ ও বর্তমানে এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা ও ব্যক্তিগতভাবে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশে পোপ ফ্রান্সিস হেলিকপ্টারে করে ক্যাসল গানদোলফোতে যান। এ সময় তাঁদের মধ্যে হূদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। অসুস্থতার কারণে পোপের দায়িত্ব ছাড়ার পর ষোড়শ বেনেডিক্ট ওই ক্যাসলে অবস্থান করছেন। তবে ভ্যাটিকানের অভ্যন্তরে বেনেডিক্টের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, যার কাজ এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। বিবিসি আরও জানায়, সরকারি কোনো নথিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ দুই ধর্মীয় গুরুর মধ্যে দেখা হওয়ার নজির নেই। সাধারণত দেখা যায়, একজন পোপের মৃত্যুর পরই নতুন একজন পোপ নির্বাচিত হন।প্রথম আলো
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.