ইউএসএ নিউজ ডেস্ক: একক কোন বিস্ফোরণ নয়, পৃথিবীতে দুই দফা উল্কা বিস্ফোরণের কারণেই সাড়ে ছয় কোটি বছর আগে ডাইনোসর প্রজাতির বিলুপ্তি ঘটেছিল। নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে। এর আগে বিজ্ঞানীরা মেক্সিকো উপসাগরে বিশাল একটি জ্বালামুখ আবিষ্কারের পর বলেছিলেন, একটি উল্কার আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছে।
এবার ইউক্রেনে একই ধরনের আরেকটি জ্বালামুখের সন্ধান পাওয়া গেছে। এর ফলে ধারণা করা হচ্ছে, আরও একটি উল্কা হয়তো পৃথিবীতে আঘাত হেনেছিল- যার প্রেক্ষিতে ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে গেছে। আবেরদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড জোরির নেতৃত্বাধীন নতুন এ গবেষণার ফলাফল জার্নাল জিয়োলজিতে প্রকাশিত হয়েছে।
|