প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০১৩, ১২:১০ পি.এম
নারীর মন জয় করতে স্বর্ণের শার্ট!
![]()
ডেস্ক: অনেক সময় বলা হয়ে থাকে ভালবাসা অর্থ দিয়ে কেনা যায় না। তবে ভারতের পুনের এক বাসিন্দা ১৪০০০ পাউন্ড ব্যয় করে স্বর্ণের শার্ট বানিয়ে নারীদের মন জয় করার চেষ্টা করছেন। ৩২ বছর বয়সী ঋণদাতা দত্ত ফুজে এ বিশেষ শার্ট তৈরি করিয়েছেন। ১৫ স্বর্ণকারের একটি বিশেষজ্ঞ দল দৈনিক ১৬ ঘণ্টা পরিশ্রম করে দুই সপ্তহে এটি তৈরি করেছেন। দত্তা বলেছেন আমি জানি দেখতে আমি খুব সুদর্শন নই। তবে আমার এ বিশেষ শার্ট কারও নজর এড়াবে না। পুনে মিররকে তিনি বলেছেন স্বর্ণের এ শার্টটি ছিল আমার অন্যতম স্বপ্ন। এটাই আমাকে ‘গ্লোডম্যান’ হিসেবে প্রতিষ্ঠিত করবে। দত্তা আগে থেকেই ছয় কেজি ওজনের স্বর্ণলঙ্কার ব্যবহার করতেন। এখন তিনি সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণের শার্ট ব্যবহার করবেন। নানা সমালোচনা উপেক্ষা করে স্বর্ণের বিশেষ অনুরাগি দত্তা বলেছেন আমি মারাঠা সম্প্রদায়ের বাসিন্দা। মারাঠাদের স্বর্ণের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে। তাই আমিও স্বর্ণ পছন্দ করি। সেই সঙ্গে আধুনিক ফ্ল্যাট এবং গাড়ির প্রতিও তার আগ্রহ রয়েছে বলে তিনি জানিয়েছেন। আমদানি করা সাদা মখমলের তন্তুর ওপর স্বর্ণ দিয়েই এ শার্ট তৈরি করা হয়েছে। এর স্বর্ণের তৈরি ছটি ক্রিস্টাল বোতাম ও একটি বেল্টও রয়েছে।মানবজমিন
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.