ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘বাংলাদেশ ডে প্যারেড’। বাংলাদেশ সোসাইটি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের উদ্যোগে ১৩ এপ্রিল রোববার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিউইয়র্ক সিটি পুলিশের ব্যান্ডদল এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনসহ প্রায় অর্ধ শতাধিক সংগঠনের হাজারো প্রবাসী এতে অংশ নেন। ৩৭ অ্যাভিনিউর ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৮৭ স্ট্রিটে প্যারেডটি শেষ হয়। লাল-সবুজের পতাকা ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে প্রবাসী তরুণ-তরুণীরা নেচে-গেয়ে বিজয়ধ্বনিতে গোটা এলাকা প্রকম্পিত করেন। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত ছিল জ্যাকসন হাইটস এলাকা। জ্যাকসন হাইটস যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।
প্যারেডের উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। এ সময় তিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। প্যারেডে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানীসহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা এই আয়োজনে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন।বাংলাদেশ ডে প্যারেডে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, আনিসুর রহমান মিলন, চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশিষ বিশ্বাস,অভিনেত্রী রিচি সোলায়মান, কণ্ঠশিল্পী প্রতীক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কৃতি আর ঐতিহ্য ধারণ করা সব জনপ্রিয় গান দিয়ে মাতিয়ে রাখেন সংগীতশিল্পীরা।
প্রায় অর্ধশত সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেডে গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ, মার্শালসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ সোসাইটির পক্ষ হতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন পর্বে স্থানীয় প্রতিনিধি, কমিউনিটি নেতাসহ বিশিষ্টজনরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার অনেক সড়ক বন্ধ করে দেয়া হয়। চমৎকার আবহাওয়ায় পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষও অংশ নেয় প্যারেডে। ছিলো নতুন প্রজন্মও।
সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনে প্যারেড অনুষ্ঠিত হওয়ায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান। প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে বৃহৎ আকারে তুলে ধরার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে মূলধারার সামনে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এই প্যারেড।এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বহুজাতিক সমাজে নিজেদের অবস্থানকে আরও জোরালোভাবে প্রদর্শন করেছেন। হাজারও প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বর্ণিল এই আয়োজন নজর কেড়েছে নিউ ইয়র্কবাসীর। স্থানীয় বাসিন্দারাও বাঙালিদের এই বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ হয়ে অভিবাদন জানান।