ইউএসএনিউজঅনলাইন ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) এর ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলন গত ৪ মার্চ জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় । মুনা কনভেনশনকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মুনার ন্যাশনাল মিডিয়া বিভাগের পরিচালক আনিসুর রহমান গাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসেন, মুনার এক্সিকিউিটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিটেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবায়দা, আব্দুল্লাহ আর আরিফ, ড. রুহুল আমিন, মুনা মজলিশ এ সুরার মেম্বার এস এম মাওলানা সুজন, মুনার নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি এমদাদ উল্লাহ, মুনা নিউইয়র্ক নর্থ জোনের সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, মুনা সাউথ জোনের মিডিয়া পরিচালক আমিনুর রসুল জামশেদ। আব্দুল্লাহ আল আরিফের পরিচালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্য পাঠ করে আরমান চৌধুরী।
লিখিত বক্তব্যে আরমান চৌধুরী বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মুনা প্রতি বছরের ন্যায় এবারও ৮, ৯ এবং ১০ আগস্ট ২০২৫ ফিলাডেলফিয়ায় অবস্থিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে মুনা কনভেনশন-২০২৫ আয়োজন করতে যাচ্ছে। এই কনভেনশন মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশী আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।
মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা।
এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার প্রায় সবকটি রাজ্যেই কমবেশি কর্মতৎপরতা পরিচালনা করছে। মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সবাইকে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে।
তিনি আরো বলেন, আপনাদের এবং কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায়, সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে, বিগত কয়েক বছর যাবৎ বিশাল আকারের মুনা কনভেনশন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তিন দিনব্যাপী ওই কনভেনশন বাংলাদেশি কমিউনিটিসহ আমেরিকান মুসলিম কমিউনিটির মাঝে ব্যক্তি এবং সমাজ গঠনে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। আমরা মুনা ন্যাশনাল সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশী কমিউনিটিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারের কনভেনশনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং থিম নির্ধারণ করা হয়েছে-Torchbearers of Islam: Spreading the Faith Globally..
সারা দুনিয়া ব্যাপী মানবতা আজ মুক্তির জন্য দিশেহারা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মানুষের দুনিয়া ও আখেরাতের মুক্তি তথা সামগ্রিক কল্যাণ ইসলামেই নিহিত রয়েছে। মুনা চায়, প্রত্যেক মুসলিম ভাই-বোনেরা ইসলামের সুমহান আদর্শকে নিজেদের জীবনে যথার্থভাবে ধারন করে, এক একজন দ্বীনের মশাল বাহক হিসাবে দুনিয়াব্যাপী প্রচারে আত্মনিয়োগ করুক। ইসলাম শুধু মুসলিম তথা ইসলামে বিশ্বাসীদের জন্য নয়, এটা গোটা মানবজাতির উন্নতি ও অগ্রগতির সোপান । মুনা এই বিশ্বাসকে ধারণ করেই এবারের কনভেনশনের মূল কেন্দ্রীয় প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে। এই কাজে আপনাদের এবং আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি ।
তিনি বলেন, মুনা চায় বাংলাদেশি আমেরিকানদের আমেরিকার মূলধারার মুসলিম স্কলার ও নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিতে, আর সেই ভূমিকা রাখবে মুনার এবারের কনভেনশন ২০২৫ আমেরিকায় ব্যক্তি পরিবার ও সমাজ গঠনে দিকনির্দেশনা সম্বলিত আলোচনা রাখবেন বিশ্ববিখ্যাত সুপরিচিত অভিজ্ঞ আলোচকবৃন্দ। এবারের ইংরেজি আলোচকদের সাথে সাথে থাকবেন বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে আগত বাংলা ভাষার ইসলামিক স্কলারগণ।
তিনি আরো বলেন, প্রতিবারের মতো এবারও রয়েছে তরুণ ছেলে মেয়েদের জন্য আলাদা ইয়ূথ কনভেনশন। আল-কোরআনের অনুসারে কল্যাণকর জীবন জাপনের বিভিন্ন দিক ও বিভাগের উপর প্যারালাল প্রোগ্রাম রয়েছে। আলোচনা ছাড়া থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ইসলামী ও অন্যান্য সামগ্রীর দোকান নিয়ে বিশাল বাজার। ছোট ছেলে মেয়েদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান লার্ন এন্ড ফ্যান। এবং বিভিন্ন খেলাধুলাসহ রাইড-এর ব্যবস্থা।
এছাড়াও পরিবার-পরিজন বন্ধু স্বজন আর গোটা আমেরিকা থেকে আসা বাংলা ভাষাভাষীদের এই সর্ববৃহৎ মিলনমেলায় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ।