প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০১৩, ২:৫৮ পি.এম
নিউটনের লেখা প্রাচীন পাঠ্যবই উদ্ধার
![]()

যুক্তরাজ্যের একটি স্কুলের পদার্থবিদ্যার ল্যাবরেটরিতে ময়লার স্তূপে ঢাকা একটি আলমারির নিচ থেকে বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের লেখা প্রায় ৩২৫ বছরের পুরনো তিনটি পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে। এই বইগুলোতে নিউটনের বিশ্বখ্যাত মাধ্যাকর্ষণ সূত্র সম্পকিত চিন্তাভাবনা বর্ণিত হয়েছে। ডেইলি এক্সপ্রেস জানায়, স্ট্রফোর্ডের নিউ ক্যাসল আন্ডার লাইম স্কুলের আর্টিফ্যাক্ট নিয়ে গবেষণারত উইল গারসাইড নামের পদার্থবিদ্যার একজন ছাত্র বইগুলো আবিষ্কার করেন। নিলামে এর দাম উঠতে পারে হাজার হাজার পাউন্ড। ১৬ বছর বয়সী উইল বলেন, ‘প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি যে এগুলো কতটা মহামূল্যবান। এত পুরনো বইয়ের সন্ধান পাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার। আমি আশা করি এগুলো স্কুল কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।’ এক হাজার পৃষ্ঠার বইগুলোতে নিউটনের গতিসূত্র এবং মাধ্যাকর্ষণ শক্তির মূলনীতি বিবৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্কুলটির প্রধান শিক্ষক ও বিজ্ঞানী ফ্রান্সিস এলিয়ট কিচেনার তিন খণ্ডের ওই বইগুলো সংগ্রহ করেন। বইগুলোর নাম ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অব ন্যাচারাল ফিলোসফি (প্রাকৃতিক দর্শনের গাণিতিক মূলনীতি) এবং এগুলো ১৬৮৭ সালের ৫ জুলাই প্রকাশিত হয়। স্কুল কর্তৃপক্ষ বলেছে, তাদের স্কুলের এই আবিষ্কার তাদের ছাত্রদের অনুপ্রাণিত করবে। এরই মধ্যে এই স্কুল থেকে পাস করা বহু শিক্ষার্থী বিজ্ঞানে ব্যাপক সাফল্য দেখিয়েছেন। স্যার আইজাক নিউটন ১৬৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭২৭ সালে মারা যান। সূত্র : পিটিআই/আমার দেশ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.