ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য চতুর্থ রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। দুই দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংকের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে জ্যাকসন হাইটসের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে। সহযোগী সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এবারের রেমিট্যান্স ফেয়ারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— "বৈধ রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ।" মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, মানি ট্রান্সফার অপারেটর ও রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা অংশ নেবেন। তারা তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন, পাশাপাশি রেমিট্যান্স খাতের উন্নয়নের জন্য সেমিনার, সিম্পোজিয়াম, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হবে। মেলার অংশ হিসেবে একটি বিশেষ প্রকাশনা প্রকাশ করা হবে, যেখানে খ্যাতনামা অর্থনীতিবিদ, ব্যাংকার এবং বিশেষজ্ঞরা রেমিট্যান্স ও অফশোর ব্যাংকিং নিয়ে বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করবেন।
মেলায় অংশগ্রহণকারী বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদ, এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ বাংলাদেশ এবং আমেরিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
এবারের মেলায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংক একাউন্ট খোলার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে নিউ ইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং শীর্ষস্থানীয় মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা রেমিট্যান্স পাঠানোর আধুনিক সুযোগ-সুবিধা এবং উদ্ভাবনসমূহ তুলে ধরবেন।
এ বছরও রেমিট্যান্স প্রেরণকারী এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে থাকবেন সেরা ১০ বাংলাদেশি-আমেরিকান রেমিট্যান্স প্রেরক, বাংলাদেশের শীর্ষ তিন রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক এবং শীর্ষ তিন মানি এক্সচেঞ্জ কোম্পানি বা রেমিট্যান্স চ্যানেল পার্টনার।
মেলার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক বণিক বার্তা, অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাপ্তাহিক ঠিকানা, একাত্তর টিভি ও নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা, যেখানে দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
এ আয়োজনের মাধ্যমে বৈধ রেমিট্যান্স ব্যবস্থার প্রচার ও প্রসার ঘটবে বলে আয়োজকরা আশাবাদী। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের রেমিট্যান্স ফেয়ার আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।