প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০১৩, ২:৫৬ পি.এম
প্রেমিকের সঙ্গে পালাতে চেয়েছিলেন লেডি ডায়ানা : জেমাইমা খান
![]()
মৃত্যুর ১৬ বছর পরও তিনি বিশ্বের কাছে রহস্যময়ী। তার জীবন সম্পর্কে মানুষের উত্সাহ কমেনি এক চুলও। লেডি ডায়ানা। সম্প্রতি তাকে নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন জেমাইমা খান। একটি প্রতিবেদনে জেমাইমা লিখেছেন, প্রেমিকের সঙ্গে পাকিস্তানে পালিয়ে যেতে চেয়েছিলেন যুবরানী।
দ্য গ্র্যান্ডমাদার প্রিন্স জর্জ নেভার নিউ শীর্ষক প্রতিবেদনে জেমাইমা লিখেছেন, ১৯৯৫-১৯৯৭ সাল পাকিস্তানি চিকিত্সক হাসান্ত খানের সঙ্গে প্রেম করেছিলেন ডায়না। ওই সময়ই তিনি চেয়েছিলেন পাকিস্তানে গিয়ে হাসান্তের সঙ্গে থাকতে। দু’বার হাসান্তের পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। এমনকি, পাকিস্তানের জীবনের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে, জেমাইমার কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন বলেও জানিয়েছেন জেমাইমা।আমার দেশ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.