প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০১০, ১২:২৩ এ.এম
বই আকারে আর বেরুচ্ছে না অক্সফোর্ড ডিকশনারি
![]()
ইউএসএ নিউজ ডেস্ক: বৃটেনের অক্সফোর্ড ডিকশনারি আর বই আকারে প্রকাশিত হচ্ছে না। গত বছরই বের হয়েছে বই আকারে এর সর্বশেষ সংস্করণ। এর প্রকাশক জানিয়েছেন ইন্টারনেটের প্রভাবের কারণে বই আকারে ডিকশনারির বিক্রি কমে যাওয়ায় তারা এটি আর বই আকারে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রধান নির্বাহী নিগেল পোর্টউড বলেছেন, বই আকারে প্রকাশিত ডিকশনারির বাজার যেন একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রতি বছরই এটা দশ শতাংশ হারে কমে আসছে। এর তৃতীয় সংস্করণ প্রকাশের ব্যাপারে তিনি নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এর তৃতীয় সংস্করণটি সম্ভবত কেবল অনলাইনেই পাওয়া যাবে। অনলাইনে বার্ষিক ৩৭২ ডলার ফি দেয়ার মাধ্যমে গত ১০ বছর ধরেই অক্সফোর্ড ডিকশনারি পাওয়া যাচ্ছে।
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.