অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের হূদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।IIII
অনলাইন ডেস্ক : বিয়ে নিয়ে চিন্তিত ব্যক্তিদের জন্য সুখবর জানিয়েছেন ফিনল্যান্ডের গবেষকেরা। তাঁদের মতে, অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের হূদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। ফিনল্যান্ডের তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকদের লেখা প্রতিবেদনটি হূদরোগ-বিষয়ক সাময়িকী ‘ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি’তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিয়ে নারী-পুরুষ উভয়েরই হূদরোগের ঝুঁকি কমায়। এই গবেষণার ফলাফলের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এনডিটিভির অনলাইনে একটি খবর প্রকাশিত হয়েছে। গবেষকেরা ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ৩৫ থেকে ৯৯ বছর বয়সী ফিনল্যান্ডের ১৫ হাজার ৩৩০ নারী-পুরুষের ওপর গবেষণাটি চালান। এতে দেখা যায়, ওই বয়সীদের মধ্যে অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে ৫৮-৬৬ শতাংশ বেশি হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিলেন। গবেষকদের দাবি, একাকী বাস কিংবা বিয়ে না করার ফলে যেকোনো বয়সী নারী-পুরুষের হূদরোগের ঝুঁকি বাড়ে এবং তাঁদের আরোগ্য লাভেও দেরি হয়। বিবাহিত ব্যক্তিদের আয় বেশি থাকে। তাঁদের স্বাস্থ্যকর অভ্যাস থাকে। এমনকি তাঁদের সহযোগিতা করার জন্যও অনেক মানুষ থাকে। ফলে অসুস্থ হলে তাঁরা দ্রুত সহায়তা পান। প্রতিবেদনের প্রধান লেখক তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষক আইনো লেমিনতাউস্তা বলেন, অবিবাহিত ব্যক্তিদের বিষণ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আগের অনেক গবেষণায় দেখা গেছে, হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর একটি বড় কারণ বিষণ্নতা। তিনি আরও বলেন, বিভিন্ন বয়সী ও বিভিন্ন বর্ণের মানুষের সামাজিক পটভূমির ওপর গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ গবেষণাটি পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।প্রথম আলো