কেট-উইলিয়ামের সদ্যজাত পুত্রকেট-উইলিয়ামের সদ্যজাত পুত্র ব্রিটেনের নতুন রাজপুত্রের নামে অনলাইনে নানা ভাইরাস ছড়িয়েছে। সম্প্রতি ইন্টারনেট নিরাপত্তা সেবাদাতা ক্যাসপারস্কির গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, অনলাইনে রাজপুত্র সম্পর্কিত তথ্যের লিংক, ছবি ও ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকুন।
গত সোমবার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘরে এসেছে রাজপুত্র। ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর জন্মের খবরটিকে অনেক বড় ঘটনা হিসেবে দেখছেন প্রযুক্তিবিদেরাও।
ক্যাসপারস্কির গবেষক মাইকেল মলসনার জানিয়েছেন, ‘রাজপুত্রের জন্মের ঘটনার মত বড় একটি ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক ম্যালওয়্যার ছড়াতে পারে। তাই ইমেইলে আসা ‘রয়্যাল বেবি’ সংক্রান্ত সব স্প্যাম মেইলে ক্লিক করা থেকে সতর্ক থাকুন।
ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথির নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুই। গতকাল বুধবার কেনসিংটন প্যালেস থেকে রাজপুত্রের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রাজপুত্রের নাম নিয়েও স্প্যাম মেইল আসতে পারে বা অনলাইনে ক্ষতিকর লিংকে চলে যেতে পারেন। তাই এ সংক্রান্ত কোনো বিষয়ে ক্লিক করার আগে সতর্ক থাকুন।প্রথম আলো