প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০১৩, ৩:০৯ পি.এম
ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের গোপন কথা ফাঁস!
![]()

এ খবর অনেকেরই জানা যে, ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন অন্তঃসত্ত্বা। ব্রিটিশ সিংহাসনের ভাবি উত্তরাধিকারী ছেলে হবে, না মেয়ে—এ নিয়ে জোর গুঞ্জন চলছে। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি যে, কেটের ছেলে না মেয়ে সন্তান হবে। ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আলাপচারিতায় কেট নিজেই ইঙ্গিত দিয়েছেন যে, ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যত্ উত্তরাধিকারী হচ্ছেন একটি মেয়েশিশু। উত্তর ইংল্যান্ড সফরের সময় কেট মিডলটন এক নারীকে জানান, তিনি মেয়েসন্তানের মা হতে চলেছেন। সান্ড্রা কুক নামের ওই মহিলা জানান, এক মহিলা কেটকে খেলনা উপহার দিতে গেলে তিনি বলেন, ‘এগুলো আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব।’ তার দাবি, তিনি কেটের ওই মন্তব্য স্পষ্ট শুনেছেন। কেট এরপর অবশ্য নিজেকে সংশোধন করে নেন এবং বলেন, এগুলো আমি আমার সন্তানের জন্য নিয়ে যাব। এ মন্তব্যের জের ধরে ব্রিটিশ পত্রপত্রিকার প্রথম পৃষ্ঠায় খবর বেরিয়েছে যে, কেটের মাধ্যমে ব্রিটেন ভবিষ্যতে একজন রানী পেতে যাচ্ছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেটের অফিস। জুলাই মাসে সন্তানের মা হচ্ছেন বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পাওয়া কেট মিডলটন। সূত্র : রয়টার্স/আমার দেশ/
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.