প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০১৩, ১২:০৪ পি.এম
বয়স্কদের ছড়িতে প্রযুক্তি
![]()

অনলাইন ডেস্ক : বয়স্কদের হাঁটার সঙ্গী ছড়িতেও যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিত্সু বয়স্কদের উপযোগী স্মার্ট প্রযুক্তি ছড়ি তৈরি করেছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ছড়ির সঙ্গে স্যাট-ন্যাভ বা স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি যুক্ত করছে ফুজিত্সু। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ প্রযুক্তি ছড়ি প্রদর্শন করেছিল। ফুজিত্সুর কর্তৃপক্ষের ভাষ্য, প্রযুক্তি সমৃদ্ধ হাঁটার সঙ্গীটি হবে পরবর্তী প্রজন্মের একটি ছড়ি। এতে রয়েছে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস ব্যবহারের সুবিধা। ছবির ওপরের অংশে রয়েছে এলইডি ডিসপ্লে। বয়স্কদের চলার পথে ছড়িটি সঙ্গে থাকলে পথ হারানোর আশঙ্কা থাকবে না। ভুল পথে হাঁটলে ছড়িটি ভাইব্রেশন মোডে চলে যাবে বা কাঁপতে থাকবে এবং সঠিক পথের দিকে চিহ্ন দেখাবে। ছড়িটি হূদস্পন্দন ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে থাকবে। চলার পথে বিপদে পড়লে এ ছড়িটি ব্যবহার করে ইমেইল করা যাবে বা আগে থেকেই ঠিক করে রাখা ঠিকানায় ই-মেইল পৌঁছে যাবে। ফুজিত্সুর কর্মকর্তারা জানিয়েছে, পরবর্তী প্রজন্মের এ ছড়িটি বয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি করা হলেও শৌখিন যেকেউ এটা ব্যবহার করতে পারবেন। কবে নাগাদ প্রযুক্তিনির্ভর ছড়ি বাজারে আসবে আর দাম কত হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.