প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০১৩, ৭:০০ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আফগান মেয়ের উপহার
![]()

ডেস্ক: হাতে বোনা কার্পেটের দীর্ঘ ঐতিহ্য রয়েছে আফগানিস্তানের। এরই অংশ হিসেবে পরাক্রমশালী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য নিজ হাতে একটি ছোট কার্পেট বুনেছে যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্রতম দেশটির ১৭ বছর বয়সী মেয়ে আয়শা রাশেখ। তার দেশের প্রতি ওবামার অবদানের জন্য তাকে বিশেষ উপহার হিসেবে এটি দিতে চায় সে। ব্যক্তিগতভাবে নিজ হাতে ছোট কার্পেটটি মার্কিন প্রেসিডেন্টের হস্তগত করতে চায় আয়শা। ভয়েস অব আমেরিকাকে সে বলেছে,ওবামার ছবি সম্বলিত কার্পেটটি বুনতে ৮ মাস লেগেছে তার। সে আশা করছে, নিজ হাতে ওবামার হাতে উপহারটি তুলে দিতে পারবে। নিজের বাসস্থান আফগানিস্তানের ঝাওজান প্রদেশের রাজধানী শিবারগানে বসে উপহারটি তৈরি করেছে সে। আয়শা বলেছে, কার্পেটটিতে ওবামার ছবি আঁকার উদ্দেশ্য হচ্ছে মার্কিন জনগণের প্রতি তাদের সহায়তা ও ত্যাগের জন্য নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আয়শা ১০ সদস্যের পরিবারের একজন উপার্জনকারী। সে বলেছে, আমার বাবাও একজন কার্পেট ব্যবসায়ী। পরিবারে ১০ সদস্য। সবাই কার্পেট বুনি। এর মাধ্যমে জীবিকা উপার্জন করি আমরা। আফগানিস্তানের ঐতিহ্যবাহী কার্পেটের বেশিরভাগই তৈরি হয় দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ ঝাওজানে। দিন দিন ওসব কার্পেটের সুনাম ও বাজার বৃদ্ধি পাচ্ছে।মানবজমিন
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.