অনলাইন ডেস্ক : একজন অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একটি ধর্মীয় টিভি অনুষ্ঠানের প্রচার এক মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মিসরের এক আদালত। ‘ইন দ্য স্কেল’ নামের ওই অনুষ্ঠানটি আবদুল্লাহ বদর নামের একজন গোঁড়া ধর্মপ্রচারক উপস্থাপনা করতেন। এপির বরাত দিয়ে আজ শনিবার ‘দ্য গার্ডিয়ান’ জানায়, এলহাম চাহিন নামের মিসরের ওই জনপ্রিয় অভিনেত্রীর দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশ দেন। এ অনুষ্ঠানের ভিডিওচিত্রটি দেশটির সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উপস্থাপক আবদুল্লাহ অভিনেত্রী চাহিনকে ‘পতিতাবৃত্তি চর্চা’ ও ‘মিসরীয়দের কীভাবে নগ্ন হতে, ভালোবাসতে এবং কীভাবে ব্যভিচারী হতে হয়’ এসব শেখানোর অভিযোগে অভিযুক্ত করছেন। গার্ডিয়ান আরও জানায়, গত বছরের আগস্টে দেওয়া ওই সাক্ষাত্কারে চাহিনকে উদ্দেশ করে আবদুল্লাহ বলেন, ‘আপনার ওইসব কেলেঙ্কারির জন্য ঈশ্বরের কাছে ক্ষমাভিক্ষা চান।’ এ সব নিন্দাসূচক ও কুত্সা রটনাকারী মন্তব্যের উল্লেখ করে চাহিনের আইনজীবী আদালতকে বলেন, এসব উক্তি তাঁর মক্কেলের জন্য অপমানজনক, অভিশপ্ত ও অবমাননাকর। এ অভিযোগে গত ডিসেম্বরে ওই উপস্থাপককে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। অনুষ্ঠানটি এল-হাফিজ টিভিতে সম্প্রচার করা হতো। এ টিভিটি অতিরক্ষণশীল সালাফি ইসলামি গোষ্ঠী পরিচালিত টিভি নেটওয়ার্কের আওতাধীন।প্রথম আলো