ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উত্তর আমেরিকার প্রবাসী বাঙ্গালীদের মাঝে স্বনামধন্য ট্রাভেল্স এজেন্সি ‘কর্ণফুলী ট্রাভেল্স’। ওমরাহ হজ্বের জন্যে গত এক বছরে প্রায় ১৫টি হজ্ব টিম প্রেরণ করেছে। পবিত্র মাহে রমজানের পূর্বে কর্ণফুলী ট্রাভেলসের ওমরাহ হজ্বের এক্সক্লুসিভ প্যাকেজ নিয়ে কাজ চলছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিনের এই ওমরা প্যাকেজের সমস্ত প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার মুহাম্মদ সেলিম (হারুন)।
অংশগ্রহণকারীদের নিয়ে ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করেছিল ১১ জানুয়ারি শনিবার বিকাল ৩টায়। ওমরাহ হাজিদের নিয়ে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটস্থ কর্ণফুলি ট্রাভেলসের কার্যালয়ে আয়োজিত এই ওয়ার্কশপ ও সেমিনারে ওমরাহ হজ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ওমরাহ হজ্বে আগ্রহিদের ধারণা দেয়া হয়, যাতে পবিত্র ওমরাহ হজ্ব পালনে কোন প্রকার অসুুবিধা না হয়। প্রতিষ্ঠানের কর্ণধার মুহাম্মদ সেলিম (হারুন) ও সিইও রেহেনা আক্তার (মিনু) সেমিনারে বিস্তারিত তুলে ধরেন।
মুহাম্মদ সেলিম (হারুন) জানিয়েছেন, দীর্ঘ দুই দশক ধরে ওমরাহ হজ্বের জন্য বিখ্যাত এবং সৌদি হজ মন্ত্রনালয় অনুমোদিত প্রতিষ্ঠান কর্ণফুলি ট্রাভেল্স। এই প্যাকেজের মধ্যে বিশেষ কিছু সার্ভিস যোগ করা হয়েছে। হাজীদের সন্তুষ্টির জন্য যে সব সার্ভিস দেয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে এয়ার লাইন্স টিকেট, ৫ তারকা হোটেল (মক্কা মোবাম্পিক এবং মদিনা মোবাম্পিক), ভিসা, ফুল ট্রান্সপোর্টেশান (জেদ্দা টু মক্কা,মক্কা টু মদিনা, মদিনা টু এয়ারপোর্ট), প্রতিষ্ঠানের প্রতিনিধি জেদ্দা এয়ারপোর্ট থেকে হাজীদেরকে পিকআপ করেন। ওমরাহ গাইড, সাইড সিয়িং, ব্রেকফাস্ট, তায়েফ ট্যুর ও জিন পাহাড় ইত্যাদি।
এই প্যাকেজে মক্কা-মদিনায় দুইটি জুম্মা এবং পবিত্র শবেবরাত যাতে পালন করতে পারেন এই বিষয়গুলিকে সামনে রেখে প্যাকেজ তৈরী করা হয়েছে।
অনুষ্ঠানের আরো জানানো হয়,এই প্যাকেজের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ২,৬০০ ডলার মাত্র। কর্ণফুলি ট্রাভেল্স দীর্ঘ দিন ধরে হাজীদের সেবা দিয়ে আসছে অত্যান্ত নির্ভুলভাবে। সেলিম (হারুন) বলেন, মহান আল্লাহর অসিম রহমতে আজ পর্যন্ত কোন হাজী সার্ভিস নিয়ে কোন প্রকার অভিযোগ আনেননি। ভবিষ্যতেও আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমাদের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো জানান, ওমরাহ হাজীদের জন্য সৌদি সরকার ম্যানিনজাইটিস এবং পলিমিটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে। হজ্বে যাবার পূর্বে হাজিগণ যেন তাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র এয়ারর্পোটে নিয়ে যান।