প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০১৩, ৬:৪৬ পি.এম
‘রেড অক্টোবর’ ভাইরাসের নতুন হুমকি

এবার ‘রেড অক্টোবর’ ভাইরাসের হুমকিতে সাইবার দুনিয়া। ২০০৭ সাল থেকে বিভিন্ন দেশ, দূতাবাস এবং পরমাণু ক্ষেত্র থেকে গোপন ও স্পর্শকাতর তথ্য চুরি করছে ভাইরাসটি। সম্প্রতি বার্তা সংস্থা বিবিসিকে এই ভাইরাসের কথা জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব।
২০১২ সালের অক্টোবর মাসে ভাইরাসটির উপস্থিতি প্রথম খুঁজে পান রাশিয়ান গবেষকরা। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এবং পিডিএফ ফাইল থেকে শুরু করে এনক্রিপ্টেড ফাইল সবই চুরি করে ভাইরাসটি। এমনকি ডিলিট করে দেয়া ফাইলও খুঁজে নেয় এটি।
ক্যাসপারস্কি ল্যাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রেড অক্টোবর ভাইরাসটির আক্রমণের মূল লক্ষ্য
ছিল পূর্ব ইউরোপ, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মধ্য এশিয়ার দেশগুলো। এছাড়াও পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশও ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছে।
ক্যাসপারস্কির প্রধান নিরাপত্তা গবেষক ভিতালি কামলুক জানিয়েছেন, রেড অক্টোবর আক্রমণের মূল লক্ষ্যগুলো খুব সতর্কতার সঙ্গে বাছাই করেছিল এর নির্মাতারা। ভাইরাসটির আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দফতর। কামলুক বলেন, আমরা আমাদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেই বুঝে গিয়েছিলাম যে, এটি একটি বড় সাইবার আক্রমণ।
ঔপন্যাসিক টক ক্ল্যান্সির লেখা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ উপন্যাসের রেড অক্টোবর সাবমেরিনটির সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে ভাইরাসটির। গত বছর খুঁজে পাওয়া আরেকটি ভাইরাস ফ্লেইম-এর সঙ্গে অনেক মিল রয়েছে রেড অক্টোবরের। সূত্র : বিডিনিউজ
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.