ব্রিটেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধীকারী সিংহাসনে আরোহন করলে তিনি পরিচিত হবেন রাজা সপ্তম জর্জ নামে। ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন জর্জ আলেকজান্ডার লুইস। এখন সে পরিচিত হবে হিস রয়েল হাইনেস প্রিন্স জর্জ অব কেমব্রিজ নামে। গত সোমবার পুত্রসন্তানের জন্ম দেন কেট মিডলটন। পরদিন মঙ্গলবার তাকে কেনসিংটন প্রাসাদে নেয়া হয় । বুধবার নানা বাড়ি ঘুরে আসে। এরপরই উইলিয়াম ও কেট তার নাম ঘোষণা করেন। খবর বিবিসি ও রয়টাসের।
এলিজাবেথের ছেলে যুবরাজ চার্লস যুক্তরাজ্যের সিংহাসনের প্রথম উত্তরাধিকার। তার পরের উত্তরাধিকারী নতুন যুবরাজের বাবা প্রিন্স উইলিয়াম প্রিন্স চার্লস ও প্রয়াত ডায়নার বড় ছেলে।
রাজপরিবারের নাম রাখার ক্ষেত্রে ইতিহাসের ওপর দৃষ্টিপাত করা হয়। ব্রিটিশ সিংহাসনে এই পর্যন্ত ছয় জন রাজা ছিলেন, যাদের নাম ছিল জর্জ। এই নামের সর্বশেষ রাজা বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা। তার নাম ছিল ষষ্ঠ জর্জ। আলেকজান্ডার নামটি ছিল কেটের পছন্দ, আর লুইস আসে উইলিয়ামের নামের চতুর্থ অংশ থেকে। সন্তানের নাম রাখার ক্ষেত্রে উইলিয়াম ও কেট পূর্বসূরিদের চেয়ে অনেক এগিয়ে। উইলিয়ামের নিজের নাম রাখতে চার্লস ও ডায়না সাতদিন সময় নিয়েছিলেন। আর চার্লসের ক্ষেত্রে এর চারগুণ সময় লেগেছিল। প্রায় এক মাস পর নিজের প্রথম সন্তানের নাম ঠিক করতে পেরেছিলেন রানী এলিজাবেথ ও ডিউক অফ এডিনবরা।
গত মঙ্গলবার হাসপাতাল থেকে বাইরে আসার পর সারাদিনই ব্যস্ত সময় কেটেছে নতুন যুবরাজের। নিজের রাজ্যের সবাই তাকে দেখতে এসেছিলেন। নিজের ঘরে দাদী দর্শনের পর সে মামা ও মায়ের সঙ্গে বের হয় নানা-নানী দর্শনে। এরপর আবার ফিরে কেনসিংটন প্রাসাদে।ইত্তেফাক