প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০১৩, ৯:৪৩ এ.এম
স্কটল্যান্ডে ১৬ বাংলাদেশী গ্রেপ্তার
![]()
ডেস্ক: বৃটেনের স্কটল্যান্ডের অ্যাংগাস এলাকার তিনটি ভারতীয় রেস্টুরেন্ট থেকে ১৬ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবি)। গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ইউকেবিএ। বৃটিশ অভিবাসন কর্মকর্তারা মনিফিলথ ও ফোরফার এলাকার বেঙ্গল নামে দুটি পৃথক রেস্টুরেন্ট ও কিরিমুইর এলাকার দ্য সোয়ান নামে অপর একটি রেস্টুরেন্টে এ অভিযান চালায়। ইউকেবিএর দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ৬০ ইমিগ্রেশন সদস্য অভিযান শুরু করেন। এ অভিযান চলে ৯ ঘণ্টা অর্থাৎ ভোররাত ৩টা পর্যন্ত। অভিযানে যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাই বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে। এর মধ্যে ৩ জনকে নাগরিকত্ব পেতে অবৈধ পন্থা অবলম্বন করার দায়ে আটক করা হয়েছে। অপর ১৩ জনকে অবৈধভাবে কাজ করার দায়ে বৃটেন থেকে বহিষ্কার করা হতে পারে। স্কটল্যান্ডভিত্তিক অনলাইন সংবাদপত্র কুরিয়ার এ তথ্য দিয়েছে। এদিকে ইউকেবিএর এক মুখপাত্র জানিয়েছেন, আটকদের সবাই বাংলাদেশী নাগরিক ও সবাই পুরুষ। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।মানবজমিন
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.