অনলাইন ডেস্ক : ইতালি ও যুক্তরাজ্যের নকশাবিদেরা মিলে তৈরি করেছেন ‘ইগো!’ নামের একটি স্মার্ট কম্পিউটার মাউস। এ মাউসটি ব্লুটুথ সমর্থন করে এমন সব কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেটে ব্যবহার করা যাবে। মাউসটি ক্লাউড প্রযুক্তি সমর্থন করে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাউসটির সাহায্যে তথ্য স্থানান্তরিত হয়ে যায়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, ‘লরা স্যাপিয়েনস’ নামের ইউরোপভিত্তিক প্রতিষ্ঠানটির নকশা করা ‘ইগো!’ মাউসটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কাজের সময় নানা তথ্য সংরক্ষণ করে রাখে। নকশাকারী প্রতিষ্ঠানটির দাবি, ইগো! মাউস স্মার্টফোনের মতো কাজ করতে পারে। ইগোতে স্মার্টফোনের মতো অ্যাকসেলোরোমিটার, জাইরোস্কোপ, টাচ সেন্সর ও ভিজিএ ক্যামেরা রয়েছে। মাউসটিতে রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম। ক্লাউডে তথ্য জমা রাখার সুবিধা ছাড়াও মাউসটির সঙ্গে সঙ্গে বিল্ট ইন মেমোরি রয়েছে। মাউসটি টেবিলের ওপর রেখে কাজ করা যায় এমনকি বাতাসে রিমোট কন্ট্রোলের মতো রেখেও কাজ করা যায়। মাউসটি চার্জ দেওয়ার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি কানেক্টর। চলতি বছরের শেষ নাগাদ ইগো! স্মার্ট মাউস বাজারে আসতে পারে।প্রথম আলো