প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০১৩, ৮:৩৩ এ.এম
৬৬ বছর পর জানলেন তিনি পুরুষ নন, বরং নারী…
![]()

ডেস্ক: জীবনের ৬৬টি বসন্ত পার করার পর তিনি নিজেকে আবিষ্কার করলেন নতুন রূপে। এতোগুলো বছর যিনি নিজেকে পুরুষ ভেবে এসেছেন, আদতে তিনি একজন নারী। তার পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনা ঘটেছে হংকংয়ে। তলপেট হঠাৎ ফুলতে শুরু করায় তিনি হাসপাতালে গিয়েছিলেন পুরুষ রোগী হিসেবেই। কিন্তু রিপোর্টে যা বেরিয়ে এলো, তাতে তার চোখ আক্ষরিক অর্থেই কপালে ওঠার জোগাড়। স্বাস্থ্য-পরীক্ষায় চিকিৎসরা দেখলেন, তার রয়েছে একটি ওভারি (ডিম্বাশয়) ও তাতে একটি সিস্টের উপস্থিতি রয়েছে। প্রকৃতপক্ষে তিনি পুরুষ নন, বরং নারী। হংকংয়ের কোং ওয়াহ ও কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ দুটি হাসপাতালেই ওই ব্যক্তি স্বাস্থ্য-পরীক্ষা করিয়েছিলেন। গত সোমবার হংকং মেডিকেল জার্নালেও ঘটনাটি প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। সংজ্ঞা অনুসারে, ওই ব্যক্তি কখনও অন্তঃসত্ত্বা হতে পারবেন না। তবে তার শরীরে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া (সিএএইচ) থাকায় তার দৈহিক গঠন পুরুষের মতো। এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। নিকট ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাকে ইংরেজিতে ‘শী’ বলেই সম্বোধন করা হচ্ছে। ভিয়েতনামে জন্ম হওয়া ও চীনের হংকংয়ের ওই নাগরিক ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছেন। তার উচ্চতা মাত্র ১ দশমিক ৩৭ মিটার বা প্রায় ৫ ফুট। নিজেকে তিনি পুরুষ হিসেবেই ভাবার সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ণাঙ্গ পুরুষ হতে হরমোন চিকিৎসাও করাবেন তিনি। চাপাচাপি করার পর কিছু সত্য স্বীকার করলেন তিনি। তার মূত্রপথে একটি ছিদ্র রয়েছে ও ১০ বছর বয়সের পর বিশেষ এ অঙ্গের বৃদ্ধি প্রক্রিয়া থেমে যায়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে দুই ধরনের অবস্থাসহ জীবনধারণের মাত্র ৬টি ঘটনা রয়েছে। তবে বাকিদের ক্ষেত্রে যেমনটা ঘটেছে, এই ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। ৬৬ বছর বয়সের এসে নিজের পরিচয় জানতে পারার ঘটনা বোধ হয় আর নেই। ওই ব্যক্তি বিয়ে করেছেন কিনা, সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি।মানবজমিন
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.