প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০১০, ১২:০৭ এ.এম
৭ বছর বয়সী উপদেষ্টা
![]()
ইউএসএ নিউজ ডেস্ক: বয়স মাত্র ৭ বছর। এরই মধ্যে অস্কার সেলবি বৃটেনের অর্থমন্ত্রীকে উপদেশ দিতে শুরু করেছে। এজন্য কেউ কেউ তাকে অর্থমন্ত্রীর নতুন জুনিয়র উপদেষ্টা আখ্যা দিচ্ছেন। এর কারণ, এত ছোট্ট বয়সেই অস্কার তার মেধার স্ফুরণ ঘটিয়েছে। গণিতে দেখিয়েছে অসাধারণ দক্ষতা। জিসিএসই পরীক্ষায় গণিতে সে ‘এ স্টার’ পেয়েছে।
এর মধ্য দিয়ে বৃটেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জিসিএসই’তে গণিত পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড অর্জনের রেকর্ড দখল করল সে। তার বাড়ি যুক্তরাজ্যের সারে’তে এপসমে। বর্তমানে গণিতের এই নতুন প্রতিভা অর্থমন্ত্রী জর্জ ওসবর্নকে উপদেশ দিতে শুরু করেছে। তার কাছে জানতে চাওয়া হয়, বৃটেনের সবচেয়ে বড় গাণিতিক সমস্যা ১৭ কোটি ৮ লাখ পাউন্ডের ঘাটতি বাজেট কিভাবে মোকাবিলা করা যাবে। জবাবে সে ট্যাক্স বাড়িয়ে দিয়ে চাকরিক্ষেত্র প্রশস্ত করার পরামর্শ দিয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে সে বলেছে, বড়দের সম্মান দেয়া উচিত। আর প্রাকৃতিক দুর্যোগে যেমন পাকিস্তানের বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। সেখানে অনেক মানুষ অনাহারে আছে।
|
|
Copyright © 2025 USA NEWS ONLINE. All rights reserved. Developed by TEKSERV.