Saturday - May 4, 2024 6:07 PM

Recent News

নিউইয়র্কের ববি তারিক টিউটোরিং সেন্টারের সর্বোচ্চ স্যাট স্কোর ১৫৮০!

নিউইয়র্কের ববি তারিক টিউটোরিং সেন্টারের সর্বোচ্চ স্যাট স্কোর ১৫৮০!

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের খ্যাতনামা বাংলাদেশী টিউটোরিয়াল হাউজ ববি তারিক টিউটোরিং সেন্টার এবারের স্যাট এ সর্বোচ্চ স্কোর পেয়েছে ১৫৮০। সর্বোচ্চ স্কোর প্রাপ্ত বাংলাদেশী ছাত্রী তাজরীন। বরাবরের মত এবছরও SAT এবং SHSATতে সর্বোচ্চ স্কোর পাওয়ায় আনন্দিত ববি তারিকের ছাত্র ছাত্রীরা। আর তাই কলাম্বিয়া ও হার্ভাডসহ যুক্তরাষ্ট্রের নামকরা ইউনিভার্সিটি গুলোতে ফুল স্কলারশীপ নিয়ে ভর্তিতে এবারো মেধায় এগিয়ে থাকছে ববি তারিক টিউ টোরিয়ালের শিক্ষার্থীরা। ববি তারিক টিউটোরিং সেন্টার গতবার ২০১৬ সালে SAT সর্বোচ্চ স্কোর ছিলো ১৫৭০। এর আগের বারের SAT স্কোর ছিলো ১৫৪০। প্রতিবছরই ক্রমান্বয়ে স্কোর বাড়ছে ববি তারিকের শিক্ষার্থীদের। ১৬০০ স্কোরের মধ্যে ১৫৮০ স্কোর এটি বাংলাদেশী টিউটোরিং সেন্টার হিসেবে অভাবনীয় সাফল্য বয়ে আনলো ববি তারিক। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রমেই সর্বোচ্চ স্কোরের সম্মানে এগিয়ে যাচ্ছে ববি তারিক টিউটোরিং সেন্টার। সেরা সাফল্যে ববি তারিক টিউটোরিং সেন্টারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। কমিউনিটি নেতারা বলছেন, ববি তারিকের এই সাফল্যে গর্বিত বাংলাদেশিরা। SAT তে এবার সকল শিক্ষার্থীই ১৪০০ স্কোরের উপরে নাম্বার পেয়েছে। এর ফলে এসব শিক্ষার্থীরা কলাম্বিয়া, হার্ভাড, ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াসহ যুক্তরাষ্ট্রের সেরা ইউনিভার্সিটি গুলোতে স্কলারশীপ নিয়ে ভর্তির সুযোগ পাবে।
এবারের SAT সর্বোচ্চ স্কোর প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে অন্যতম-তাজরীন প্রাপ্ত স্কোর ১৫৮০, মালিহা প্রাপ্ত স্কোর ১৫৬০ মাঈশা প্রাপ্ত স্কোর ১৫৫০, সাঈদ আহমেদ প্রাপ্ত স্কোর ১৫৫০, শেরিন শেরফা প্রাপ্ত স্কোর ১৫০০, রিয়াদ রহমান প্রাপ্ত স্কোর ১৪৯০, সামিহা গনী প্রাপ্ত স্কোর ১৪৯০, মোহাম্মদ ইসলাম প্রাপ্ত স্কোর ১৪৯০, দীপান্বতা প্রাপ্ত স্কোর ১৪৫০, ফিলিপ প্রাপ্ত স্কোর ১৪৪০, মোহাম্মদ শরীফ প্রাপ্ত স্কোর ১৪৩০। এছাড়া ববি তারিক টিউটোরিং সেন্টারের অনেক শিক্ষার্থীই ১৪০০’র বেশী স্কোর অর্জন করেছে। যাদের অনেকেই ছবি ও নিউজে নাম দিতে অনিহা প্রকাশ করেন। SAT ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে খুশির জোয়ার বইছে। সেরা ফলাফল অর্জনে তারা ববি তারিক টিউটোরিং সেন্টারের সিইও ইঞ্জিনিয়ার ববি, প্রেসিডেন্ট তারকসহ পরিচালক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। আর ধারাবাহিক সাফল্যের অগ্রগতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল বলেই মূল্যায়ন করছেন ববি তারিক টিউটোরিং সেন্টারের সিইও ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি।তিনি বলেন, ২০১০ সালে ববি তারিক টিউটোরিয়াল প্রতিষ্ঠিত হয়েছে। শুরু থেকে আমাদের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান করে নিয়েছে। একজন স্টুডেন্টের ক্লাশ থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল গাইড দিচ্ছি। ক্লাশ থেকে হোমওয়ার্ক সব কিছুতেই রয়েছে মনিটরিং। টিম স্টাডি থেকে ওয়ান টু ওয়ান ক্লাশ সকল পদ্ধতিতেই টিচিং দিয়ে থাকি।ইঞ্জিনিয়ার ববি বলেন, এবারের সর্বোচ্চ স্কোর প্রাপ্ত তাজরীন হার্ভাড অথবা কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। তাজরীন গত সামারেই আমাদের এখানে ভর্তি হয়েছে। শুরুতেই তার লেভেল স্কোর ছিলো ১২৭০। অথচ মাত্র ৫০টি ক্লাশে নিয়ে প্রথম বারেই ১৫৮০ স্কোর পেয়েছে। প্রথম বারেই লেভেল স্কোর থেকে ৩০০ স্কোর বৃদ্ধি হওয়া অনেক বড় প্রাপ্তি। নিয়তিম ক্লাশ আর গাইড ফলো করার কারণেই তাজরীন এত দ্রুত সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। দক্ষ শিক্ষক আর আপডেট কারিকুলামই সর্বোচ্চ স্কোরের মূল চাবিকাঠি। যাতায়াত ও সহজ যোগাযোগের জন্য এবছরের অক্টোবর মাস থেকে জ্যাকসন হাইটসের প্রান কেন্দ্র ৭৪ স্ট্রীটের ৩৭ এভিনিউ ব্রুসেন্স বিল্ডিং এর বড় পরিসরে নতুন ক্লাশ ও অফিস চালু করা হয়েছে। এছাড়া জ্যামাইকা পারসন্সের নতুন শাখাও অভাবনীয় সাড়া পেয়েছি। তিনি বলেন, মেধা ও মননে ববি তারিক টিউটোরিংশুরু থেকেই এগিয়ে রয়েছে।

0Shares

COMMENTS