Sunday - March 16, 2025 9:37 AM

Recent News

‘সেইসব রাতের কাহিনী’ আসছে

লাস ভেগাসের সেই স্বর্ণকেশী তরুণীর কথা মনে আছে? ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারির বেডরুমে তার সঙ্গে বিবসনা হয়ে উদ্দাম আনন্দে মেতে উঠেছিলেন তিনি। সুরার সুরধারার ফাঁকে ফাঁকে অসম বয়সী এ যুগল মিলিয়েছিলেন তাদের অধর পল্লব। সেই ছবি ফাঁস হয়ে গেলে বিশ্বের গণমাধ্যমে তাদের নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পেশায় বিউটিশিয়ান সেই তরুণীর নাম ক্যারি রেইচার্ট। বয়স ৪০ বছর। ২৮ বছর বয়সী প্রিন্স হ্যারিসহ বিশ্বখ্যাত বহু তারকার সঙ্গেই উদ্দাম ফুর্তি করেছেন তিনি। সেই অভিসার নিয়ে এবার বই লিখছেন ক্যারি। তিনি জানিয়েছেন, হ্যারির সঙ্গে অবাধ মেলামেশা ছাড়াও বিভিন্ন সময় তিনি যুক্তরাষ্ট্রের সুপারস্টারদের সঙ্গে পার্টিতে মেতে উঠেছেন, চরম উচ্ছৃঙ্খল রাত কাটিয়েছেন। সেসব বিষয় স্থান পাবে এই বইয়ে। এরই মধ্যে তিনি ৫০০ পৃষ্ঠা লিখে ফেলেছেন। ক্যারি ওয়াদা দিয়েছেন, সেসব রাতের কথা তিনি অকপটে বলবেন, কিছুই লুকাবেন না। ডেইলি মেইল জানায়, ম্যাসাস বিশেষজ্ঞ অনিন্দ্য সুন্দরী ক্যারি গত দুই দশক ধরে তার নিজ শহর লাস ভেগাসে বিভিন্ন সময় বহু খ্যাতনামা তারকার সঙ্গে বেলেল্লাপনায় মেতে উঠেছেন। এদের মধ্যে ‘ব্যাড বয়’খ্যাত গলফার টাইগার উডস যেমন আছেন, তেমনি আছেন ব্রিটিশ অভিনেতা জুড ল, ‘পার্টি অ্যানিমল’ নামে খ্যাত রবি উইলিয়ামস, কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় চার্লস বার্কলে ও মাইকেল জর্ডান প্রমুখ। এছাড়া সারা রাত মদ্যপানের আসরে তিনি সঙ্গী ছিলেন প্যারিস হিলটন, লিন্ডসে লোহান, কিম কারদাশিয়ান ও ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে। গতবছর আগস্টে লাস ভেগাসের উইন হোটেলে প্রিন্স হ্যারির বেডরুমে বিবসনা হয়ে তিনি বিলিয়ার্ড খেলায় মেতে ওঠেন। এ সময় মদ খেয়ে বুঁদ হয়ে পড়েন তারা। মাতাল হ্যারি তাকে জড়িয়ে চুমুর সাগরে ভাসিয়ে দেন। তবে ক্যারি তখন দাবি করেন, মদের উন্মাতাল সাগরে ভাসলেও তাদের মধ্যে শুধু চুমুই বিনিময় হয়েছে, এর বেশি কিছু নয়। সূত্র : ডেইলি মেইল/আমার দেশ
0Shares

COMMENTS