Thursday - January 23, 2025 8:24 PM

Recent News

ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি

শ্রদ্ধেয়,


আপনি বাংলাদেশের প্রথম বাঙালি, যিনি বিশ্বের সর্বোচ্চ পুরস্কার নোবেল পেয়েছেন। আপনি সারাবিশ্বে নানা ভাবে সন্মানিত এবং সমাদৃত। এই তো গত মাসেও আপনার নামে প্যারিসে রাস্তা হলো। আপনার তিনটি শূন্য তত্ত্ব নিয়ে এবার অলিম্পিক কেন্দ্রীয় থিম হলো। আমেরিকা আপনার উপর স্মারক গোল্ডেন কয়েন প্রকাশ করেছে।
এই সব বাংলাদেশের জন্যও গর্বের। একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাক্তি হিসেবে আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করে, সংকীর্ণতার উর্ধ্বে উঠে মানবতার পরিচয় দিবেন।
সেই প্রেক্ষিতে একজন বঙ্গবন্ধু গবেষক এবং মুক্তিযুদ্ধের পক্ষের লেখক-সাংবাদিক হিসেবে আমার বিশেষ অনুরোধ, আপনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ছুটি পুনঃবহাল করুন। এবং ঐতিহাসিক ৩২ বাড়ি অগ্নি সংযোগের তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করুন।

নিবেদক-
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
(বঙ্গবন্ধু বিষয়ক গবেষক)
টরন্টো।
১৪ আগস্ট, ২০২৪

0Shares