নিউইয়র্কে মুনার খাদ্য বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা স্যোসাল সার্ভিস বিভাগ নিয়মিত খাবার বিতরণ কর্মসূচী পালন করছে। ঈদুল আযহাকে সামনে রেখে নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকার নির্ধারিত ২০টি স্থান ছাড়াও বাফেলো, কানেকটিকাট, ফিলাডেলফিয়া ও দেলোয়ার স্টেটের বিভিন্ন স্থানে খাবার বিতরণ কর্মসূচী চালিয়ে যাচ্ছে সংগঠনটি। উল্লেখ্য, নিউইয়র্ক সিটি এবং স্টেটের সহযোগিতায় অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি করোনা মহামারির সময় জীবনের ঝুকি নিয়ে মানুষের দোড়-গোড়ায় খাবার পৌঁছে দেয়া শুরু করে।
অব্যাহত এই কর্মসূচীর অংশ হিসেবে গত ১১ জুন জ্যাকসন হাইটসে মুনা সেন্টারে সর্বস্তরের মানুষে মাঝে খাদ্য বিতরণ করে মুনা সোস্যাল সার্ভিস বিভাগ। খাদ্য বিতরণের পুর্বে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় সেন্টার মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। পরিচারনা করেন সেন্টারের সভাপতি মমিনুল ইসলাম মজুমদার। এসময়ে উপস্থিত ছিলেন সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির, অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও ট্রাস্টিবোর্ড মেম্বার ফখরুল ইসলাম মাছুমসহ অন্যান্য নেতৃবন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম দেলোয়ার হোসাইন বলেন, মুনা’র সোস্যাল সার্ভিস বিভাগের উদ্যোগে সিটি প্রশাসনের সহযোগিতায় চলমান ফুড ড্রাইভ সার্ভিসের অংশ হিসেবে ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ এই খাদ্য বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়। এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা খাদ্য বিতরণের পাশাপাশি কমিউনিটির কল্যাণে কাজ করতে চাই।
তিনি বলেন, মুনা মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে।
আল কোরআন পথনির্দেশ করে গোটা মানব জাতিকে। কল্যাণকর ও নির্ভুল পথ পরিদর্শন করে পথভ্রান্ত দিকহারা মানবতাকে। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন, মানব দেহের অভ্যন্তরে লুকায়িত অন্তর বিন্দু থেকে সৃষ্টি লোকের বিশাল বিস্তৃত মানব সম্পর্কিত প্রতিটি স্তরে বিশ্ববাসীর কল্যাণে এক নির্ভুল গাইড হিসেবে ভূমিকা রাখতে পারে এই মহাগ্রন্থ। আলোচনা শেষে বিপুল সংখ্যক বাংলাদেশীসহ অন্যান্য জাতির মানুষ লাইনে দাঁড়িয়ে খাদ্য সংগ্রহ করেন।