Friday - January 24, 2025 11:16 PM

Recent News

নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ৩৮তম ফোবানা বাংলাদেশ সম্মেলন

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তিন দিন ব্যাপী ফোবানা বাংলাদেশ সম্মেলন নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে আগামী ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১০ জুন মঙ্গলবার জ্যাকসন হাইটস নবান্ন পার্টি সেন্টারে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা মাসুদুর রহমান, ডা. শাহজাদী পারভিন, ডা. বর্ণালী হাসান, আবু জোবায়ের দারা, এজাজ আক্তার তৌফিক, কাজী ওয়াহিদ এলিন, কাজী তোফায়েল ইসলাম, মুফিজুল ইসলাম রুমি, সারোয়ার বাবু, তৈমুর জাকারিয়া, জাহাঙ্গীর আলম জয়, জসিম উদ্দিন ভূইয়া, রিয়াজ মাহামুদ, বাদল মির্জা, রফিফুর ইসলাম ডালিম, সাইকুর রহমান টুটুল প্রমুখ।

এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেইন স্ট্রিমের রাজনীতি, নতুন প্রজন্মের ভবিষ্যত প্রসঙ্গে সেমিনার, ফোবানা স্কলারশীপ, সাহিত্য আসর, কাব্য জলসা, সঙ্গীত প্রতিযোগিতা, ফ্যাশন শো, ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।

0Shares