Friday - December 27, 2024 12:42 PM

Recent News

নিউইয়র্কে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ড. এম ওয়াজেদ মিয়ার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী পালন : উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রবাসী মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের (ভিডিও সহ)

>br/<

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ড. এম ওয়াজেদ মিয়ার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১০ মে মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে আবারও পিছিয়ে নিতে ষড়যন্ত্রকারীরা দেশে-প্রবাসে সমানভাবে সক্রিয়। একাত্তরের পরাজিত শত্রুদের আন্তর্জাতিক মুরুব্বিরা লিপ্ত রয়েছে অপপ্রচারে।
তিনি দেশের উন্নয়নের পক্ষে প্রচারণা চালাতে প্রবাসীদের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে হবে। মিথ্যাচার রুখে দিতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে মুক্তিযুদ্ধের পক্ষের মিডিয়া জরুরি হয়ে পড়েছে। যদিও এ প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষের মিডিয়া অনুপস্থিত। এ ব্যাপারে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কমীদের অতন্দ্র প্রহরির ভূমিকা পালন করতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা হয়েছে। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভূক্ত হওয়ার আর সুযোগ নেই। তবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত হওয়ার এখনো সুযোগ আছে। এজন্য প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংশ্লিষ্ট কনস্যুলেট/দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। তিনি প্রবাসী মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত হওয়ার বিশেষ সুযোগ গ্রহণের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদে তথ্য ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির অন্যতম সদস্য নুরুল আমিন রুহুল, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী জাহাঙ্গির আলম, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি সামছুদদীন আজাদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজজামান, প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিহাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে ড. এম ওয়াজেদ মিয়ার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0Shares