Monday - December 23, 2024 2:13 PM

Recent News

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিউইয়র্ক আসছেন ২২ সেপ্টেম্বর, সফরসঙ্গী ৭ জন

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক আসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন সাত জন।

ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য, দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ড. শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪শে সেপ্টেম্বর।

0Shares