যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সাথে “টিম ডায়মন্ডস” এর সাক্ষাৎ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা (নাসা) কর্তৃক আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের বিশ্বজয়ী টিম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে এক সৌজন্য করেছে গত বুধবার । বিশ্বজয়ী বাংলাদেশের “টিম ডায়মন্ডস” যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নাসার হেড কোয়াটার্সে অবস্থিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়টি রাষ্ট্রদূত অবহিত করে। রাষ্ট্রদূত ইমরান উদ্ভাবিত অ্যাপের বিষয়টি শোনেন এবং অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে বাংলাদেশ টিমের প্রতি আহ্বান জানান।
উদ্ভাবিত অ্যাপের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দলের সদস্য আবু নিয়াজ জানান, “ডায়মন্ড ইন দ্যা স্কাই” নামের এটি মহাকাশের তারকা রাশির বিষয়ে শেখার একটি উপকরণ বা গেম যা বিশেষভাবে দশ-বার বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এটি দিয়ে শিশুরা মহাকাশে তারকা রাশির চলাচল, বয়স, রংয়ের পরিবর্তন, উজ্জ্বলতা, একটি থেকে অন্যটির দূরত্ব ইত্যাদি সম্পর্কে আরও জানতে এবং রাতে আকাশের প্যাটার্ন চিনতে এবং শিখতে পারবে। বিশ্বজয়ী বাংলাদেশ টিমের বিশ্বাস উদ্ভাবিত অ্যাপটি শিশুদের অদেখা তারকা রাশিকে দেখার প্রবল আগ্রহ সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য সংস্থাটির দ্বিতীয়বারের আমন্ত্রণে ২০২২ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্বজয়ী বাংলাদেশের এই টিম কেআইস ব্রেকিং ও নাসা আর্থ ডাটা সাইন্সের উপর আলোচনা, উইনার্স প্যানেল ডিসকাসন, গোডার্ড স্পেস অ্যান্ড ফ্লাইট সেন্টার ভিজিট, অ্যাওয়ার্ড রিসিপশনসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছে। ২০২২ সালের “মোস্ট ইন্সপাইরেশনাল” ক্যাটেগরিতে বিশ্বজয়ী বাংলাদেশ টিমের সদস্যরা হলেন -তিষা খন্দকার (দলনেতা), মুনিম আহমেদ, ইঞ্জামামুল হক সনেট, আবু নিয়াজ ও জারিন চৌধুরী।
এর আগে গত বছর নাসার প্রথম আমন্ত্রণে ২০১৮ এবং ২০২১ সালের প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাংলাদেশের অপর দুটি – “টিম অলীক” ও “টিম মহাকাশ” নাসার হেডকোয়াটার্সে অবস্থিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর তত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় প্রতিবছর নাসা কর্তৃক আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশে আয়োজিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার (ইকোনমিক) ড. মো: ফজলে রাব্বি, মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন কাউন্সিলর (পলিটিক্যাল) শামিমা ইয়াসমিন স্মৃতি, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ এর আহবায়ক তানভীর হোসেন খান, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু ও উপদেষ্টা মাহদী-উজ-জামান প্রমুখ।