Tuesday - April 29, 2025 9:23 AM

Recent News

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার টিউমার অপসারিত

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার টিউমার অপসারিত

এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাম উরু থেকে টিউমার অপসারিত হয়েছে। ১৩ জুন সোমবার সকালে নিউইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত মেমরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জে বোলান্ডের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সাফল্যজনকভাবে অপসারণ করা হয়। হাসপাতাল থেকে খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না এনআরবি নিউজের এ সংবাদদাতাকে আরো জানান, সকাল ১০টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় বেলা ১টায়। এরও সাড়ে ৬ ঘন্টা পর তাকে কেবিনে নেয়া হয়েছে। কমপক্ষে ৭দিন থাকে হাসপাতালে থাকতে হবে। খোকার স্ত্রী ইসমত আরা এবং জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন রয়েছেন হাসপাতালে।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি নেতা খোকা। চিকিৎসা চলাকালেই কয়েক মাস আগে তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবানু ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণের উদ্যোগ নেন চিকিৎসকরা। গত ৯ জুন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল বেড থেকে মুক্তিযোদ্ধা খোকা নিজেও দেশ ও প্রবাসের সকলের দোয়া চেয়েছেন তার দ্রুত আরোগ্যে। চিকিৎসার কারণে তিনি সস্ত্রীক নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থান করছেন। ‘সুস্থ হলেই দেশে ফিরো যাবো আমার প্রিয়-পরিচিতজনদের মাঝে’-বলেছেন খোকা। মামলা-মোকদ্দমার কারণে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন না বলেও দাবি করেছেন ইতিপূর্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।

0Shares