Saturday - March 15, 2025 4:30 PM

Recent News

আইনস্টাইনের চেয়ে বেশি বুদ্ধিমত্তা ১২ বছর বয়সী বালিকার !

ডেস্ক : বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের চেয়েও বুদ্ধিমত্তা বেশি ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ বালিকার। আইকিউ পরীক্ষায় ১২ বছর বয়সী নেহা রামু নামের ওই বালিকার স্কোর ১৬২। এ বয়সে তার এ স্কোর অর্জন চমকে দিয়েছে সবাইকে।  ভারতীয় চিকিৎসক দম্পতির মেয়ে রামু সম্প্রতি মেনসা আইকিউ টেস্টে অংশ নেয়। ব্রিটিশ মেনসার একজন মুখপাত্র বলেন, ওই স্কোর অর্জন করে নেহা রামু ব্রিটেনের শীর্ষ এক শতাংশ মানুষের তালিকায় অবস্থান করে নিয়েছে। আইনস্টাইন, বতর্মানকালের কিংবদন্তি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের আইকিউ ১৬০ বলে ধারণা করা হয়। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।সমকাল

0Shares

COMMENTS