Saturday - March 15, 2025 6:30 AM

Recent News

আরবি শিখছেন প্রিন্স অব ওয়েলস চার্লস

ডেস্ক : মধ্যপ্রাচ্যের শিল্প-সংস্কৃতির প্রতি বেশ আগ্রহ আছে তাঁর। এমনকি এখানকার ভাষা শেখার ইচ্ছা তাঁর অনেক দিনের। সঠিক উচ্চারণে কোরআন শরিফ পড়ারও ইচ্ছা তাঁর। তিনি প্রিন্স অব ওয়েলস চার্লস। তাই আরবি ভাষা আয়ত্ত করতে চার্লস ছয় মাস ধরে গৃহশিক্ষকের কাছে তালিম নিচ্ছেন। চার্লসের এক সহকারী এ কথা জানিয়েছেন। প্রিন্স চার্লস মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় চার্লসের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে কাতার-ব্রিটেন অ্যালামনাই নেটওয়ার্ক। অনুষ্ঠানে চার্লস বলেন, ‘আরবি ভাষা আমার এক কান দিয়ে ঢোকে, অন্য কান দিয়ে বেরিয়ে যায়।’ তবে তাঁর এক সহকারী জানিয়েছেন, মূল ভাষায় কোরআন শরিফ পড়ার জন্য চার্লস ছয় মাস ধরে আরবি শিখছেন। অনুষ্ঠানে কাতারের জ্বালানিমন্ত্রী মোহাম্মাদ বিন সালেহ আল সাদা উপস্থিত ছিলেন। তিনি অতিথিদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই দক্ষতার সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। প্রিন্স চার্লস, আপনি আরবিতে কিছু বলতে পারেন কি?’ জবাবে চার্লস বলেন, ‘এক সময় আমি আরবি শেখা শুরু করেছিলাম। তবে বেশি দূর আগাতে পারিনি।’ সূত্র : টেলিগ্রাফ।কালের কণ্ঠ

0Shares

COMMENTS