Saturday - March 15, 2025 10:32 PM

Recent News

এক পেনড্রাইভে তিন কাজ

অনলাইন ডেস্ক : বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের স্টাইলাস সিরিজের থ্রি ইন ওয়ান পেনড্রাইভ। এ পেন ড্রাইভটি তিন ধরনের কাজে ব্যবহার করা যায়। ইউএসবি ২.০ প্রযুক্তির পেনড্রাইভ, চাবির রিং এবং টাচস্ক্রিন ডিভাইসের টাচ পেন হিসেবেও ব্যবহার করা যায়। স্মার্টফোনে মোটা আঙুলের কারণে লিখতে সমস্যা হলে এ ডিভাইসটি ব্যবহার করে স্মার্টফোনেও লেখা ও আঁঁকার কাজ করা যায়। ৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার থ্রি ইন ওয়ান এ পেনড্রাইভটির দাম ৬৫০ টাকা। পেনড্রাইভটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।প্রথম আলো

0Shares